ভূমিকা মানব সভ্যতার জন্য বিজ্ঞানের আশীর্বাদ স্বরূপ অসংখ্য অবদান িএর মধ্যে ব্যবহার ও প্রয়োজনীয়তার দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে কম্পিউটার নামক যন্ত্রটি। আর বর্তমানে কম্পিউটার নামক এই যন্ত্রটির সাতে যুক্ত হয়েছে আর এক মহার্ঘ্য বিষয় “ইন্টারনেট”। ইন্টারনেট আবির্ভাবের দরুণ আমাদের দৈনন্দিন জীবন তথা যোগাযোগ ব্যবস্থা, লেখাপড়া, বিনোদন, কেনা-কাটা ইত্যাদি সব কিছুই হয়ে উঠেছে সহজ থেকে সহজোত্তর। মুহুর্তের মধ্যেই ইন্টারনেট তথা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কোন কাঙ্খিত তথ্য হাছিল কিংবা বিভিন্ন প্রয়োজন মেটাতে সক্ষম হচ্ছি। আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওয়েবসাইট ডিজাইন বা তৈরির চাহিদা। ওয়েবসাইট তৈরিতে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, স্টাইল শীট এর মধ্যে HTML (Hyper Text Markup Language) ব্যবহার বাধ্যতামূলক। এইচটিএমএলকে ওয়েবপেইজ তৈরির ভিত্তিও বলা হয়ে থাকে। এইচটিএমএল ব্যবহার করে নিজের ওয়েবসাইট তৈরি করার পাশাপাশি চাইলে আউটসোর্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান এরও ব্যাপক সুযোগ রয়েছে। কেনন্, বর্তমানে লোকাল মার্কেটপ্লেস এবং স্বল্প সময়ে এইচটিএমএল শেখার জন্য লেখকের এই “এইচটিএমএল-৫” বইটি অন্যতম এক প্রয়াস। একজন এইচটিএমএল এক্সপার্ট হয়ে কাজ করতে যে সকল বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন (প্যারাগ্রাফ, টেক্সট ফরম্যাটিং, লিংক, ইমেজ, ফর্ম, টেবিল, অডিও, ভিডিও ইত্যাদি), তার প্রতিটি বিষয় সহজ ও সুষ্ঠুভাবে এই বইটিতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এইচটিএমএল ব্যবহার করে বেশ কিছু বাস্তবমূখী প্রজেক্টের ব্যবহার দেখানো হয়েছে, যাতে করে পাঠকরা বাস্তব জীবনে কাজ করার সম্যক ধারণা লাভ করতে পারেন।