ফ্ল্যাপে লিখা কথা রোকেয়ার প্রধান কৃতিত্ব এ নয় যে তিনি বাঙলার মুসলমান মেয়েদের শিক্ষার জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কেননা কাজটি এর আগেও আর কারো দ্বারা সম্পন্ন হয়েছিল। আর বিস্ময়কর হলেও সত্যি যে তাঁদের মধ্যে অন্তত চারজন ছিলেন মহিলা। তাছাড়া সাখাওয়াত মেমোরিয়াল বাংলা-মাধ্যম স্কুলও ছিল না। কিন্তু একজন লেখক ও চিন্তাবিদ হিসেবে যে মুক্ত-মানসিকতা, সাহস , যুক্তিবাদ, মননশীলতা ও বিজ্ঞানদৃষ্টির তিনি পরিচয় দিয়েছেন, তাঁর সমকালে তো বটেই, আজকের দিনেও তা বিরল। এমনকি শিক্ষাব্রতী হিসেবেও শিক্ষা তাঁর কাছে উপায় ছিল, লক্ষ্য নয়। লক্ষ্যটা ছিল নারীমুক্তি, পুরুষের সঙ্গে সমানাধিকার। আমাদের প্রচলিত ও প্রাতিষ্ঠানিক রোকেয়াচর্চার বিপরীতে এই গ্রন্থে এমন এক রোকেয়াকে তুলে ধরা হয়েছে নারীমুক্তি ও সমানাধিকারের প্রবক্তা হিসেবে যাঁর অবস্থান আন্তর্জাতিক মানে বিচার্য।
১৯৮২ সালে প্রথম প্রকাশিত বইটির এটি পরিবর্ধিত ও পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ। এ সংস্করণে শুধু যে অনেক নতুন তথ্য সংযোজিত হয়েছে তাই নয়, রোকেয়া প্রতিভার বৈশিষ্ট্য নির্ণায়ক দু’টি স্বতন্ত্র বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ যুক্ত হয়ে বইটির মূল্য বৃদ্ধি করেছে।
সূচিপত্র * ইতিহাস সূত্র * সময় পট * আত্নপ্রস্তুতি * শিক্ষা-ব্রুত * সাহিত্যচর্চা : পটভূমি * শিক্ষা ও সমাজচিন্তা * জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি দৃষ্টিভঙ্গি * অসাম্প্রদায়িক চেতনা * অসঙ্গতি ও সীমাবদ্ধতা * রচনা-পরিচিতি * মতিচূর, (প্রথম খণ্ড) * মতিচূর, দ্বিতীয় খণ্ড * Sultana's Dream * পদ্মরাগ * অবরোধ বাসিনী * পুস্তাকারে অপ্রকাশিত প্রবন্ধ * ‘ছোট-গল্প ও রস রচনা’ * কবিতাবলি * উপসংহার * নির্দেশিকা * সংযোজন * রোকেয়া ও বাংলা সাহিত্যে নারীমুক্তি ভাবনা * কবে মানুষ হইবে * পরিশিষ্ট * অলঙ্কার না Badge of slavery * নির্ঘণ্ট
মােরশেদ শফিউল হাসান : প্রাবন্ধিক, সমালােচক, কবি ও গবেষক। জন্ম ১৯৫৩ সালের ২১ মার্চ | (৭ চৈত্র ১৩৬০)। পড়াশুনা করেছেন পলােগ্রাউণ্ড রেলওয়ে প্রাইমারি স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্কুল জীবনেই প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। বেশ কিছুকাল সাংবাদিকতা করেছেন। বের করেছেন একাধিক লিটল ম্যাগাজিন। বর্তমান পেশা শিক্ষকতা। স্বনামে ও বেনামে এ-পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা পঞ্চাশের মতাে। এর মধ্যে রয়েছে প্রবন্ধ, গবেষণা, কবিতা, অনুবাদ, শিশু-কিশাের সাহিত্য, জীবনী, জনপ্রিয় বিজ্ঞান, সাময়িক প্রসঙ্গধর্মী বা সামাজিক-রাজনৈতিক বিশ্লেষণমূলক রচনা ইত্যাদি। লেখাকে পেশা বা নেশা কোনােটাই নয়, সামাজিক দায় পালনের উপায় বলে মনে করেন। শখ : বই পড়া, গান শােনা ও আচ্ছা।