ভূমিকা বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক- সব সংবাদপত্র মত প্রকাশের বাহক। কিন্তু সে মত সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজন দক্ষ বিপণন ব্যবস্থা। দক্ষ বিপণন ব্যবস্থা না থাকলে মত যত জোরালো হোক না কনে, তা বিস্তৃতি লাভ করতে পারবে না। সে কারণে সংবাদপত্র প্রকাশই শুধু নয়, বিপণনও খুব গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা যেখানেই গিয়েছি সেখানেই পত্রিকার মালিক, সম্পাদকরা সংবাপত্র বিপণন বিষয়ে প্রশিক্ষণের দাবি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছি।
তবে আমরা এটাও লক্ষ্য করেছি যে, সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য বেশকিছু গ্রন্থ রচিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটও প্রকাশ করেছে সে ধরণের বই। কিন্তু বিপণন বিষয়ক বইয়ের অভাব আছেই। খ্যাতনামা সাংবাদিক ড. আবদুল হাই সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন সংবাদপত্র বিপনণ বিষয়ে গবেষণা করে। পত্রিকার সম্পাদক, প্রকাশকদের সুবিধার্থে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট তাঁর এই গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়। আশা করি এই বই সম্পাদক ,প্রকাশকদের বিপণন চাহিদা মেটাতে সহায়ক হবে। মহাপরিচালক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট
সূচীপত্র * মুখবন্ধ * প্রথম অধ্যায় : পটভূমিকা * দ্বিতীয় অধ্যায় : গবেষণা পদ্ধতি * তৃতীয় অধ্যায় : সংবাদপত্রের বন্টন প্রণালী * চতুর্থ অধ্যায় : সংবাদপত্র বণ্টনে এজেন্ট ও হকারদের ভূমিকা * পঞ্চম অধ্যায় : সংবাদপত্র বণ্টনে পরিবহণ ও যোগাযোগ নেটওয়ার্ক * ষষ্ঠ অধ্যায় : সংবাদপত্র বণ্টনের অর্থনৈতিক দিকসমূহ * সপ্তম অধ্যায় : সংবাদপত্রের প্রচারসংখ্যা ও বণ্টন ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক * অষ্টম অধ্যায় : সংবাদপত্রের বাজার ও বণ্টন কার্যক্রম * নবম অধ্যায় : সমাপনী মন্তব্য * গ্রন্থপঞ্জি * নির্ঘণ্ট