অভিমত পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআ’লা এরশাদ করেন, ‘আল্লাহ যাহাকে ইচ্ছা ধর্মীয় জ্ঞান দান করেন। আর যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হইল, সে প্রভুত-উন্নতি লাভ করিল।’ অতএব এই বিষয়ে সন্দেহ নাই যে, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। আল্লাহ তাআ’লা আরও এরশাদ করেন, ‘জ্ঞানী ও মূর্খ কি কখনও সমাজ হইতে পারে?’ অর্থ্যাৎ জ্ঞানী ও মূর্খ কখনও সমান হইতে পারে না।
অতএব, ইহা প্রমাণিত হইল যে, নামাজ, রোজা, হজ্জ, যাকাত যেমন ফরজ, তেমনি জ্ঞান অর্জন করাও ফরজ। দুঃখের বিষয় মুসলামন সমাজে অর্থ উপার্জনের লিপ্সা যত প্রবল, জ্ঞান অর্জনের জন্য ততটা আগ্রহ পরিলক্ষিত হয় না।
গভীর মনোযোগের সহিত আমি ‘আউলিয়াদের জীবন কথা’ এর প্রথম খণ্ড পাঠ করিয়া আনন্দিত হইয়াছি। জ্ঞান পিপাসু প্রত্যেক ব্যক্তি এই বই হইতে উপকৃত হইবেন বলিয়া আশা করি। জনাব মোঃ আবুল কাসেমের অর্ধ-যুগের সংগ্রহের একটি ফসল যা একটি বিরল ঘটনা। সর্বশক্তিমান আল্লাহ তাআ’লা আলহাজ্জ্ব মোঃ আবুল কাসেমকে আলী আউলিয়াদের শ্রেণীভুক্ত করুণ-এই দোয়া করি। আমীন। গোলাম রসূল
সূচিপত্র * হযরত হান্যালা ইবনে আবী আমর (রা:) * শাহ মোহাম্মদ আবুল খায়ের (র:) * ইমাম গাজ্জালী (র:) * মৌলানা মোহাম্মদ আলী জওহর * আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মুছলেসউদ্দিন (রহ:) * সাইয়্যেদা নাফীসাহ (র:) * ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (রহ:) * হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী (রহ:) * হযরত মাওলানা উবাইদুল হক ইসলামাবাদী (রহ:) * ডক্টর এ কে এম আইয়ুব আলী * হযরত আব্দুল কাদির জিলানী (রহ:) * মাওলানা শাহ্ আহসানুল্লাহ (র:) * শাহসূফী মাওলানা আবদুল জব্বার (রহ:) * হযরত আহমদ রেযা বেরলভী (রহ:) * মুনসী মেহেরুনল্লা * ইমাম আযম আবু হানিফা (রহ:) * সাইয়েদ জামালুদ্দীন আফগানী হযরত মাওলানা আব্দুস ছালাম (রহ:) * শাহসূফী-মুফতি হযরত মাওলানা আজান গাছী (রহ:) * শাহসূফী-মুফতি হযরত মাওলানা শরীফ নূর মোহাম্মদ (রহ:) * হযরত বায়েজীদ বোস্তামী (রহ:) * মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ:) * আল্লামা ইকবাল (রহ:) * শায়খ ফারুক আহমদ সিরহ্দিী মুজাদ্দেদী আলা ফেসানী (রহ:) * মাওলানা শাহ মুখলেসুর রহমান (রহ:) * খাজা গরীবে নেওয়াজের (রহ:) দরবারে * শাইখুল মাশাইখ হযরত আল্লামা আব্দুল কুদ্দুস (রহ:) * হযরত শাহসূফী নিজামপুরী (রহ:) * আল্লামা নিয়াম মাখদুম খোতানী (রহ:) * হযরত শাহসূফী মাওলানা মুহাম্মদ এছহাক (রহ:) * সূফী ফারওহা গাহমারী (রহ:) * হযরত শাহসূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান (রহ:) * আবদুল্লাহ ইউসুফ আলী (রহ:) * মাওলানা আতহার আলী (রহ:) * আল্লামা আবু বকর শাহ (রহ:) * আল্লামা শা’দ উদ্দীন তাফতাযানী (রহ:) * মাওলানা রুহুল আমীন (রহ:) * মাওলানা আহমদ হাছান (রহ:) * চট্রগ্রামের বার আউলিয়া * ইমাম হাসানুল বান্না শহীদ * মাওলানা নূর মোহাম্মদ আযমী * শায়খ আবদু্লাহ বিন বায (রহ:) * হযরত আবু আলী আক্তার উদ্দীন শাহ কলন্দর (রহ:) * হযরত মাওলানা শামছুদ্দীন কাসেমী (রহ:) * হযরত শাহসূফী নূরুল হুদা (রহ:) * আল্লামা ইবনে খালদুন (রহ:) * মাওলানা এনায়েতুর রহমান বেগ
Abul Kasem- জন্ম কুমিল্লা জেলার ঝাকুনিপাড়া গ্রামে ১লা জুলাই ১৯৫৫-তে। প্রাইমারি স্কুল থেকেই তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সরকারি কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে প্রবেশ করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। ছাত্র অবস্থা থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। দৈনিক বাংলা (অধুনালুপ্ত), দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক বিচিত্রা (অধুনালুপ্ত), বাংলা একাডেমি পত্রিকাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর আলোচনা, প্রবন্ধ, গল্প, গবেষণা-নিবন্ধ প্রভৃতি ছাপা হয়েছে। এযাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।