জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ডের নতুন পাঠ্যসূচি ২০১২ অনুযায়ী পদার্থবিজ্ঞান—একাদশ ও দ্বাদশ শ্রেণি প্রথম পত্র পুস্তকখানি রচিত এবং দেশের প্রখ্যাত কয়েকজন পদার্থবিদের মূল্যায়নের ভিত্তিতে পুস্তকখানি একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক অনুমােদিত হয়। মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের সাথে ধারাবাহিকতা রক্ষা করে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়গুলাের প্রয়ােজনীয় আলােচনা সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। প্রতিটি বিষয় জটিল না করে সহজভাবে আলােচনা করেছি যাতে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু আয়ত্ত করতে অসুবিধার সম্মুখীন না হয়। বিষয়বস্তু বর্ণনা সহজবােধ্য করার জন্য অধিক সংখ্যক প্রয়োজনীয় চিত্র সংযােজন করেছি। প্রতিটি অধ্যায়ে বিষয়বস্তুর আধুনিক মতবাদ, তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ করতে আমরা যথেষ্ট সচেষ্ট থেকেছি এবং এজন্য দেশি-বিদেশি অনেক বই-এর সাহায্য নিয়েছি। যে সমস্ত পুস্তকের সাহায্য গ্রহণ করা হয়েছে সে সমত পুস্তকের লেখক এবং প্রকাশকদের কাছে আমরা কৃতজ্ঞ ও ঋণী। পুস্তক খানি এস. আই. পদ্ধতির একক সর্বত্র ব্যবহার করা হয়েছে। প্রচলিত এবং বহুলভাবে ব্যবহৃত পরিভাষা ব্যবহারের চেষ্টা করা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির উপরের স্তরে বিজ্ঞান বিষয়ক প্রায় পুস্তকই ইংরেজিতে লেখা; তাই বিভিন্ন রাশির ইংরেজি প্রতিশব্দ জানা থাকলে বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে বিবেচনায় বাংলার পাশাপাশি ইংরেজি প্রতিশব্দ সংযুক্ত করা হয়েছে। পদার্থবিজ্ঞান একটি পরিবর্তনশীল বিষয়। তাই সিলেবাস পরিবর্তনের সাথে সাথে এবং নতুন কারিকুলাম অনুযায়ী বই রচনা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিষয়বস্তু উপস্থাপনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বইটির বৈশিষ্ট্য হলাে সৃজনশীল লেখনির মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর দক্ষতা বৃদ্ধি করে যুগােপযােগী বামখি শিক্ষাদানের মাধ্যমে সহজ ও প্রাঞ্জল করে উপস্থাপন করা। বইটিতে পাঠ্যপতক সম্পর্কিত নীতিমালা মেনে শিখনফলে নির্দেশিত বিষয়গুলাে সম্পূর্ণভাবে সংযােজিত করা হয়েছে। বিভিন্ন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের মতামত ও পরামর্শ বিবেচনায় রেখে। অতি গুরুত্বের সাথে প্রয়ােজনীয় পরিবর্তন, পরিমার্জন ও সংশােধন করে পুস্তকখানি সর্বোত্তম করার এবং নির্ভুলভাবে মুদ্রণের চেষ্টা নেয়া হয়েছে। যদি দৈবাৎ কোথাও মুদ্রণ ত্রুটি দৃষ্টিগােচর হয় তা জানালে কৃতার্থ হব। পুস্তকের শ্রীবৃদ্ধি ও অধিকতর মান উন্নয়নের ব্যাপারে যে কোনাে পরামর্শ এবং গঠনমূলক সমালােচনা সাদরে গৃহীত হবে এবং তা পরবর্তী সংস্করণে সন্নিবেশিত করা হবে।
ড. আমির হোসেন খান কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। প্রাক্তন প্রফেসর প্রাক্তন ভাইস-চ্যান্সেলর পদার্থবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার, ঢাকা।