স্বাস্থ্য সম্বন্ধে সাধারণ মানুষের সচেতনতা অনেক বেড়েছে। আমাদের সকলেরই এটা কাম্য। রেডিওতে প্রতিদিন স্বাস্থ্য বিষয়ে আলােচনা হয়। টিভিতে হয় সাপ্তাহিক আলােচনা। পত্র-পত্রিকায় তাে নিয়মিতভাবে নানা অসুখ এবং তার প্রতিকার বিষয়ে নিবন্ধ প্রকাশিত হয়। বাংলা ভাষায় প্রায় শতাধিক পুস্তক প্রকাশিত হয়েছে নানা অসুখ বিসুখ নিয়ে। সাধারণ মানুষ এখন যে অসুখ নিয়ে বেশি চিন্তিত তা হল হার্টের অসুখ' সবরকম হার্টের অসুখের পূর্ণাঙ্গ বিবরণ দুই মলাটের মধ্যে একটি বইতে বেশি নেই। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে হার্টের নানা নতুন নতুন রােগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতি এখন আবিষ্কৃত হয়েছে। এই সুবাদে অনেক নতুন নতুন নাম সকলের কানে আসছে। যেমন বাইপাস, অ্যানজিওপ্লাস্টি, পেসমেকার, অ্যান্টি অক্সিডেন্ট, পুফা, মুফা ইত্যাদি। এগুলির বিষয়ে জানবার আগ্রহ সাধারণ মানুষের মনে প্রবল। সাধারণ মানুষের মনে হার্টের অসুখ বিষয়ে যে সব প্রশ্নের উদয় হয়, তার উত্তর দেবার চেষ্টা করেছি এই পুস্তকে। হার্টের নানারকম অসুখের কারণ, তার লক্ষণ, রােগ নির্ণয়ের নানা পদ্ধতি এবং চিকিৎসার আলােচনা করা হয়েছে এখানে সহজ ভাষায়, সাধারণ মানুষের বােঝবার সুবিধার জন্য।
Dr. Subroto Sen ১৯৫৫ সালে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস পাশকরেন। পিজিহাসপাতালে মেডিসিন ও কার্ডিওলজি বিভাগে কাজ করে, ১৯৫৯ সালে ইংল্যান্ডে যান। সেখানে নানা প্রতিষ্ঠানে কাজ শিখে ১৯৬০ সালে এডিনবরার এম আর সি পি হন। দেশে ফিরে ১৯৬১ সাল থেকে ইন্সটিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে স্নাতকোত্তর শিক্ষক হিসাবে যোগ দেন। মাঝে কিছুদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে শিক্ষকতার পর আবার পুরানো প্রতিষ্ঠানেই ফিরে আসেন। দীর্ঘ তিরিশ বছর শিক্ষকতার পর এস এস কে এম-এর প্রফেসর ডাইরেক্টর অফ মেডিসিন হিসাবে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে শিক্ষক এবং চিকিৎসক হিসাবে সমাজের সর্বস্তরে সুনাম অর্জন করেন। কলকাতা ও ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর মেডিসিন পরীক্ষায় পরীক্ষক হিসাবে কাজ করেছেন। পরিদর্শক হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে নানা মেডিক্যাল কলেজও পরিদর্শন করেছেন। দেশ-বিদেশের মেডিক্যাল-পত্রপত্রিকায় বৈজ্ঞানিক রচনা প্রকাশ ছাড়াও সাধারণ মানুষের জন্য পত্র-পত্রিকায় স্বাস্থ্য বিষয় লেখার সময় করে ডাঃ সুব্রত সেন।