“ফটোগ্রাফি" বইটির লেখকেএর কথা: আমার লেখা ফটোগ্রাফি’ বই প্রথম ছাপা হয়েছিলাে বহু বছর অতীতে। সেই থেকে আজ পর্যন্ত চাহিদা মতাে ছাপা হয়ে আসছে। পরিবর্তিত এবং পরিবর্ধিত সংস্করণ হচ্ছে সময়কাল অনুযায়ী। তবে প্রতিবারই ফটোগ্রাফি শিক্ষার মূল ধারার প্রতি যথাসম্ভব গুরুত্ব বজায় রেখে প্রতিটি অধ্যায়কে উপস্থাপিত করা হয়েছে। কোনাে ক্ষেত্রেই মামুলী পুনর্মুদ্রণ হয়নি। বর্তমান সংস্করণের উল্লেখযােগ্য পরিবর্তন হচ্ছে বহু আকর্ষণীয় দৃষ্টান্তমূলক ছবির ও বিষয়ের সংযােজন। এসব ছবি শিক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান সহায়ক হিসেবে গণ্য হবে, সে বিষয়ে সন্দেহ নেই। ভারতবর্ষের স্বাধীনতার বয়স হয়েছে যথেষ্ট। কিন্তু সেই অনুপাতে ফটোগ্রাফির জগৎ এখনও পর্যন্ত যথাযথভাবে গড়ে ওঠেনি। তদুপরি বিশেষ প্রয়ােজনীয় সরঞ্জাম ইত্যাদির অত্যধিক মূল্যবৃদ্ধি শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এটা অবশ্যই ভাববার বিষয়। তবে সুখের কথা যে, এতসব অসুবিধা সত্ত্বেও ফটোগ্রাফিতে উৎসাহীর সংখ্যা হ্রাস পাচ্ছে না। তাই আশা করা যায়, এ একনিষ্ঠ শিক্ষার্থীই একদিন আন্তরিক চেষ্টায় তাদের অভিপ্রেত ফল লাভ করবে এবং ফটোগ্রাফিকে জীবন-পথের অবলম্বন-স্বরূপ অথবা ভিন্ন ধারার কাজে বিশেষ সহায়ক হিসেবে গ্রহণ করতে পারবে।