"আমাদের কথা" বইয়ের ফ্ল্যাপের লেখা: এমন বর্ণময়, আলােকময়, চিত্রময় জীবনযাপন অবিরল। আত্মীয়তার বন্ধন সত্ত্বেও পারস্পরিক সম্মান ও ভালবাসাকে মর্যাদা দিয়ে তাঁরা দু'জন সংসার পেতেছিলেন। সংসারের ভেতরে-বাইরে, কাজের জগতে একে অন্যের পরিপূরক হয়ে উঠেছিলেন অচিরেই। এঁদের নিরবচ্ছিন্ন দাম্পত্যজীবন একদা কিংবদন্তির মর্যাদা পেয়েছিল। এঁরা হলেন সত্যজিৎ রায় ও বিজয়া রায়। প্রবাদপ্রতিম চলচ্চিত্রস্রষ্টার সহধর্মিণী জীবনের প্রান্তসীমায় এসে হাতে কলম তুলে নিলেন। নিজেদের জীবনস্মৃতি লেখার কোনও তাগিদ বাইরে থেকে ছিল না। কিন্তু অন্তরের গভীরে থাকা বহু ঘটনা, বহু জানা-অজানা কাহিনি, বহু মানুষের মুখ তাঁকে এই অনন্য স্মৃতি-ইতিহাস লেখার প্রেরণা দিয়েছে। নিজের জীবনের শৈশব থেকে যৌবন, তারপর ‘মানিক’ সত্যজিতের সঙ্গে পর্ব থেকে পর্বান্তরে যেভাবে বাহিত হয়েছে তাঁর প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন—সে কথা অকপটে, সনিষ্ঠায়, বিস্তারিতভাবে লিখেছেন তিনি। ‘আমাদের কথা’র পরতে পরতে ব্যাপ্ত হয়ে আছে যে-বহুবর্ণী কাহিনি, তা জানতে না-পারলে মানুষ ও স্রষ্টা সত্যজিৎ সম্পর্কে অনেক কথা অজানা থেকে যেত। হারিয়ে যেত নানা তথ্য, অনেক মুখ। অবলুপ্ত হত সময়ের অজস্র দিচিহ্ন। এই গ্রন্থে স্মরণীয় হয়ে রইল সেই অপরূপ অতীত এবং অনতিঅতীত।
বিজয়া রায়ের জন্ম অক্টোবর ১৯১৭, পটনায়। পিতা বিখ্যাত ব্যারিস্টার চারুচন্দ্র দাশ, মা মাধুরী দেবী দেশবন্ধু চিত্তরঞ্জনের সহধর্মিণী বাসন্তী দেবীর বোন। ১৯৩১-এ বাবার মৃত্যুর পর কলকাতায় কাকার একান্নবর্তী পরিবারে মানুষ, পিসিমা সাহানা দেবীর কাছে সংগীতশিক্ষা, জ্যাঠামশাই অতুলপ্রসাদ সেনের গান ছাড়াও রবীন্দ্রসংগীত, ক্লাসিকাল, সেমি-ক্লাসিকাল ইত্যাদি গানে পারদর্শী ছিলেন। নারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক এবং আশুতোষ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ইংরেজি অনার্স নিয়ে বি.এ পাশ করেন। কমলা গার্লস ও বেথুন স্কুলে শিক্ষকতা। এই পর্বে রবীন্দ্রনাথের 'শেষরক্ষা' চলচ্চিত্রে অভিনয়। পরে চাকরি ছেড়ে মুম্বইয়ে চলে যান। সেখানে ‘রজনী’, ‘মশাল' চলচ্চিত্রে অভিনয়। তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথ ও হিমাংশু দত্তের গানের রেকর্ড জনপ্রিয় হয়। ১৯৪৮-এ সত্যজিৎ রায়ের সঙ্গে রেজিস্ট্রিমতে এবং ১৯৪৯-এ সত্যজিতের মা সুপ্রভা দেবীর উদ্যোগে ব্রাহ্মমতে আনুষ্ঠানিক বিবাহ। মাদার টেরিজার ‘নির্মল হৃদয়’-এ চার বছর সেবামূলক স্বেচ্ছাব্রতে তিনি কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাণে এবং দেশে-বিদেশে চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের সর্বক্ষণের সঙ্গী।