কীভাবে দেশে-দেশে, কালে-কালান্তরে সামাজিক মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে চিত্রকলার বিষয় ও আঙ্গিকের পরিবর্তন ঘটে তার বিশদ মূল্যায়ন করেছিলেন আর্নেস্ট হাউসার অর্ধশতক আগে, ১৯৫১তে দুই খণ্ডে প্রকাশিত তাঁর The Social History of Art বইতে। অবশ্য ক্রিস্টোফার কড়ওয়েলের মরণোত্তর প্রকাশিত বই Studies and Further Studies In A Dying Culture- কথাও মনে রাখা দরকার। কুমারপ্রসাদ বিশিষ্ট গায়ক ও সমজদার তদুপরি সমাজতত্ত্বের ছাত্র । তিনি ভারতীয় হিন্দুস্থানি সঙ্গীতের অবক্ষয়ের কারণ খুঁজেছেন। ভারতবর্ষ তো পৃথিবীর বাইরে নয়, তাই ভারতবর্ষের সামাজিক- রাজনৈতিক-অর্থনৈতিক বর্তমান পরিণতি হিন্দুস্থানি সঙ্গীতকেও প্রভাবিত করেছে। কিন্তু কেমন করে? ধ্রুপদ ধামার আজ লেখকের ভাষায় ‘এখন এনডেন্জারড্ স্পিশিজ হতে চলেছে' কেন? তার পেছনে খেয়াল-এর ভূমিকা কি? দেশজ লোকসঙ্গীত যা ভারতের মার্গ সঙ্গীতের জননীসমা তার দশা কি? সঙ্গীতজ্ঞ-সমাজতত্ত্বজ্ঞ হিসেবে তিনি গবেষণা করে তার কারণ খুঁজে বের করেছেন। খেয়াল ও ঘরানাগুলির বর্তমান অবস্থা কী তাও তাঁর নজর এড়ায় নি। ভারতীয় সঙ্গীতের ওপর এই জাতীয় দ্বিতীয় একটি বাংলা বই কি আছে? আকারে ছোট, কিন্তু বিষয়ে গভীর—সরস ভঙ্গিতে লেখা এই বই ভাবুকদের ভাবাবে, বিতর্ক-সঞ্চারী হবে বলেই বিশ্বাস। খেয়াল নামক সুদীর্ঘ প্রবন্ধটিতে লেখক খেয়ালের জন্ম, সাধারনী গীত অর্থাৎ প্রাচীন খেয়ালের সঙ্গে করবালির বিবাহ এবং খেয়ালের আসন্ন মৃত্যুর কথা আলোচনা করেছেন। এই সঙ্গে আছে বিভিন্ন ঘরানার ইতিহাস ও গায়কির বিশদ বিশ্লেষণ। এটি সঙ্গীতের প্রতিটি উৎসাহী ছাত্র এবং তাঁদের গুরুদেরও অবশ্যপাঠ্য বলে মনে করি ।