লেখকের কথা উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে রয়েছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এই কারণে দেশের শিক্ষা শেষ করার পর ছাত্র-ছাত্রীরা বিদেশে পাড়ি জমাতে চান উচ্চশিক্ষার জন্য। তবে, এই ধরনের উচ্চশিক্ষা অর্জনের জন্য বা বিদেশ ভ্রমণে ইচ্ছুক শিক্ষার্থীর মনের ভেতরের লালিত স্বপ্নগুলো বাস্তবে রূপদান করার জন্য প্রয়োজন হয় অর্থের। আবার অনেকসময় বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমেও অনেকে বিদেশে পাড়ি জমাতে পারেন। বাংলাদেশের অনেক ছাত্র-ছাত্রী আছেন যারা দেশের প্রচলিত শিক্ষার গন্ডির বাইরে নিজেদের উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশে যেতে ইচ্ছুক। এসব ক্ষেত্রে বেছে নেয়া হয় বিশ্বের উন্নত দেশগুলোর নামকরা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোকে। বাংলাদেশের অনেক অবস্থাপন্ন পরিবারের ছেলে-মেয়েরা বিশ্বের উন্নত দেশগুলোর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এরা সবাই যে বাংলাদেশেল সর্বোচ্চ শিক্ষা সম্পন্ন করেছে তা নয়। বরং বাংলাদেশের শিক্ষার সমমানের শিক্ষঅও তারা বিদেশ থেকে অর্জন করছে। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার্থে গমনাগমনের স্বার্থে তাদের নিজস্ব নিয়মকানুন আছে। রয়েছে নিজস্ব কিছু ব্যবস্থা। যার কারণে অর্থবল, লোকবল বা ভাল রেজাল্ট থাকা সত্ত্বেও অনেকেই তাদের অভিষ্ট দেশে যেয়ে পড়াশোনা করতে পারেন না। এছাড়া রয়েছে জানার অভাব।
এছাড়া, ইদানিং অত্যন্ত আধুনিক উপায় অবলম্বন করে বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে প্রতারণা করা হয়ে থাকে। এসব প্রতারণার শিকার হন মফস্বল থেকে আসা উচ্চাকাঙ্ক্ষী তরুণ সম্প্রদায়। অনেক আবার ভিসা হাতে পাবার পরও যেতে পারেন না বিভিন্ন ধরনের বা উদ্ভুত সমস্যার কারণে। এমন অনেক পরিস্থিতি দেখা গেল, পর্যাপ্ত টাকা পয়সা খরচ করার পরও এক বা একাধিক ছাত্র-ছাত্রী সাদের আকাংখিত দেশে গিয়ে পড়াশোনা করতে পারছেন না। তদুপরি দেশেও ভর্তি হওয়ার সময় পেরিয়ে গেছে। এই অবস্থায় তারা চাইলেও চলমান সেশনে অন্য কোথাও ভর্তি হতে পারেন না। তার চোখের সামনে দিয়ে উজ্জ্বল একটি বছল পেরিয়ে যাবে। এই কারণে যদি আপনি নিজে থেকেই উচ্চশিক্ষার বিভিন্ন অলিগলি বা ফাঁক ফোঁকড় সম্পর্কে জানতে পারেন তাহলে আর এই অবস্থায় পড়তে হবে না। নিজের কাজ নিজেই করতে পারবেন। এই বইতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি ও এই সম্পর্কিত বিভিন্ন বিধিনিষেধ নিয়ে আলোচনা করা হয়েছে। সেসব বিশ্ববিদ্যালয়ে কীভাবে ঘরে বসে আপনি নিজেই আবেদন করতে পারবেন সেসব বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। আশা করছি, বইটি বিদেশ গমনেচ্ছুক সকলের উপকারে লাগবে। বইটি লেখার সময় ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে তথ্য আহরণ করা হয়েছে। এই বিষয়ে উইকিপিডিয়া, টেকটিউন, প্রথম আলো সহ অন্যান্য সাইটের কলাকুশলীদের জানাই অকৃত্রিম কৃতজ্ঞতা। সময়াভাবে তাদের সাথে যোগাযোগ করা হয়নি বলে ক্ষমাপ্রার্থী।