লেখকের কথা বর্তমান আধুনিক পৃথিবীতে দ্রুতগতির যানবাহন হিসেবে মোটরগাড়ি একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। পারিবারিক চলাচলের অন্যতম মাধ্যম হলো ছোট সাইজের গাড়ি আর একত্রে বেশি লোক যাতায়াতের জন্য বড় ধরনের গাড়ি বা বাস ব্যবহৃত হয়ে থাকে। এমনকি এক স্থান থেকে অন্য স্থানে মালপত্র বহনের জন্যও গাড়ির উপর নির্ভর করতে হয়। রাস্তায় বের হলেই বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাওয়া যায়। আর সেই সাথে প্রতিনিয়ত শুনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের এ্যাক্সিডেন্টের খবর। বিভিন্ন ধরনের দুর্ঘটনার অনেকগুলোর মূল কারণ হলো বেঠিক বা অনিয়ন্ত্রিত পদ্ধতিতে গাড়ি চালনা করা। অনেকসময় বেপরোয়া গাড়ি চালানোর জন্যও দুর্ঘটনা ঘটতে পারে। তবে যেভাবেই দুর্ঘটনা ঘটুক না কেন তা কখনই কাম্য নয়।
ইঞ্জিন চালিত রাস্তার বিভিন্ন যানবাহনগুলো যারা চালান বা ড্রাইভ করেন তাদের অনেকেরই নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সঠিক পদ্ধতিতে গাড়ি চালানোর ধ্যান ধারণা। আবার অনেকসময় দেখা গেছে অনেক যাত্রীবাহী বাসের ড্রাইভারের বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। ফলে ট্রাফিক কন্ট্রোলের কাছে মাঝে মাঝেই তাদেরকে হেনস্থা হতে হয়। এমনকি জেল জরিমানাও হয়ে থাকে। এই সকল কিছুর মূলের বিষয় হলো সঠিক পদ্ধতিতে গাড়ি চালানোর কৌশল না জানা। এই বইতে সঠিক পদ্ধতিতে গাড়ি চালানো, বিভিন্ন রাস্তার ট্রাফিক সিগন্যাল, চিহ্ন, সংকেত ইত্যাদি সম্পর্কে বিশদ ধারণা দেয়া হয়েছে। কীভাবে সহজে বা সরাসরি ড্রাইভিং সাইসেন্স পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সাধরণত দেখা যায়, গাড়ির সামান্য কোন সমস্যা হলেও তার জন্য গাড়ির মালিক বা ড্রাইভারকে ছুটতে হয় মেকানিকের কাছে। তখন অতি ছোট সমস্যাও অনেকসময় বড় আকারের প্রদর্শন করে গাড়ির মালিকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে একশ্রেণীর অসাধু গাড়ির মেকানিক। এই ধরনের সমস্যার ধরণ জানা থাকলে অনেকসময় ছোটখাট ত্রুটিগুলো মেরামত করাও যেতে পারে।
বাজারে মোটর ড্রাইভিং-এর উপর বেশ কিছু বই আছে। আমি সেগুলোকে খারাপ বলছি না। বরং এই বইটিকে সবচেয়ে বেশি ভাল বলছি এই কারণে যে, এতে একদিকে মোটর ড্রাইভিং-এর নিয়মকানুন আছে, লাইসেন্স প্রাপ্তির উপায় সম্পর্কে বলা হয়েছে। তারপর গাড়ির ইঞ্জিন ও তার কর্মধদ্ধতি সম্পর্কে সম্যক আলোচনা করা হয়েছে। ফলে একজন অতি সাধারণ মানুষও নিজে মেরামত করতে পারুক আর নাই পারুক অন্তত গাড়ি মেরামতের কাজে তাকে সেই একশ্রেণীর অসাধু মেকানিক ঠকাতে পারবে না।
পরিশেষে বইটি সকলের উপকারে লাগলেই আমার সকল শ্রম সার্থক হবে।