ভূমিকা শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার কেন্দ্র হচ্ছে শিক্ষা প্র্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারী বিধি-বিধান অনুসরণ করতে হয়। সরকারী বিধি-বিধানের জন্য রয়েছে আইন, আদেশ, পরিপত্র, সার্কুলার ইত্যাদি। এ পুস্তকে হাল নাগাদ বিধি-বিধান সার্কুলার ইত্যাদি অতি সহজে ও সুন্দরভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখা গেছে সরকারী বিধি-বিধানগুলো না জানার ফলে অনেক শিক্ষা/কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক পরিদর্শনের সময় বিভিন্ন ঝামেলায় পড়েন। এ ঝামেলা এড়ানোর জন্য এ পুস্তকের বিধি-বিধানগুলো জানা খুবই প্রয়োজন। অনেকে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে যেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিধি-বিধান না জানার ফলে বছরে পর বছর অপেক্ষা করেও শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি বা স্বীকৃতি লাভ করা যায় না। এ পুস্তুকে বিধি-বিধানগুলো অনুসরণ করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে এবং স্বল্প সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি/স্বীকৃতি লাভ করা যেতে পারে। এ পুস্তকে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিটির ব্যক্তিবর্গের কাজে আসবে বলে আমি আশাবাদী।