ভূমিকা এই বইটি কোন ব্যক্তির নয়, একটি বাড়ির আত্মজীবনী। পুরনো ঢাকার সম্ভ্রান্ত আবাসিক এলাকা ওয়ারীতে অবস্থিত “স্টেপ-ইন” বাড়িটিতে, অথবা বাড়িটিকে ঘিরে, যত রাজনৈতিক বা সামাজিক ঘটনা ঘটেছে, তারই কিছু ধারাবাহিক বিবরণী এই ‘আত্মকথন’। পূর্ব বাংলার বিরোধী ধারার রাজনীতির অন্যতম মঞ্চ স্টেপ ইন। এখানে ১৯৪৮ থেকে ১৯৭৫ পর্যন্ত বহু রাজনৈতিক কর্মকাণ্ড সূচিত হয়। বহু কর্মকাণ্ড যা পত্রিকায় প্রকাশিত হয়নি বা সাধারণভাবে অজ্ঞাত, লোকচক্ষুর অন্তরালে যারা আজীন সমাজের জন্য কাজ করে গেছেন এমন সব ব্যক্তি এই আত্মকথানে উন্মোচিত। এমন সব তথ্য এখানে বিধৃত হয়েছে যা কেবল গৃহকত্রীর পক্ষেই সঠিক বলে সম্ভব। সেই গৃহকত্রী লেখিকা নিজেই। এই বইতে লেখিকা শেখ মুজিব ও মাওলানা ভাষানীর ব্যক্তিত্ব, রাজনীতি এই বাঙালির রাষ্ট্র গঠনে ন্যাপের ভূমিকা- এই বিষয়ে সূক্ষ্ম বিশ্লেষণসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ দিয়েছেন। পর্দার অন্তরালে যে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক নাটক স্টেপ-ইন-এর মঞ্চে অভিনীত হয় সেই ইতিহাস এই বই ব্যতিরেকে কোথাও পাওয়া সম্ভব নয়, কারণ ভাষানী ও তৎকালীন নেতৃবৃন্দ কেউ ডায়রি, আত্মজীবনী বা স্মৃতিকথা রেখে যাননি। এই বইটির গুরুত্ব আরো বেশি এই কারণে লেখিকা নিজে রাজনীতিক নন, নিরপেক্ষ, নির্লিপ্ত দর্শক। এই খণ্ডে ১৯৪৮ থেকে ১৯৭০ পর্যন্ত ঘটনাপ্রবাহের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। দ্বিতীয় খন্ডে ১৯৭১ থেকে ১৯৭৫ এর ইতিবৃত্ত প্রকাশিত হবে।