'শিক্ষাই জাতির মেরুদণ্ড' অতি-পুরাতন এই কথাটিকে আমরা যদি সত্যি বলে মানি তবে আমাদের বর্তমান দুরবস্থার কারণ উপলব্ধিতে কারোই বোধহয় অসুবিধা হবার কথা নয়। এমনিতে একটি দেশ বা জাতির গন্তব্য বা অভিমুখ নির্ধারণে তার শিক্ষাব্যবস্থাই মূল ভূমিকা পালন করে। সেদিক থেকে নিঃসন্দেহে বলা যায় আমরা একটি দিকদিশাহীন যাত্রায় রয়েছি। জাতিগঠন প্রচেষ্টায় সহায়তা করার পরিবর্তে আমাদের চালু শিক্ষাব্যবস্থা বরং তাকে বাধাগ্রস্তই করছে। সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী, চিন্তাবিদরা মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে অভিন্নধারার শিক্ষাব্যবস্থা প্রবর্তনের পক্ষে তাঁদের মত ব্যক্ত করে আসছেন। পুরো পাকিস্তান পর্বে শুধু যে অসাম্প্রদায়িক রাষ্ট্রাদর্শে বিশ্বাসীরাই এই মতের সমর্থনে বক্তব্য রেখেছেন তা নয়, এমনকি মোহাম্মদ ওয়াজেদ আলী, ইব্রাহীম খাঁ, হাসান জামানের মতো পাকিস্তানবাদী বুদ্ধিজীবীরাও ধর্মশিক্ষার ব্যবস্থা রেখে অন্তত একটা স্তর পর্যন্ত একই ধারার শিক্ষাব্যবস্থার পক্ষে তাঁদের মত প্রকাশ করেছেন। বিশেষ করে প্রচলিত মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী নয় বলে উল্লেখ করে এর ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা তাঁরাও কমবেশি জোর দিয়েই বলেছেন।
হাসান শফি (মােরশেদ শফিউল হাসান) : প্রাবন্ধিক, সমালােচক, গবেষক ও রাজনীতি বিশ্লেষক। হাসান শফি লেখকের অন্যতম কলম নাম। এই নামে তিনি সাধারণত রাজনৈতিক-সামাজিক বিষয়াদি নিয়ে লিখে থাকেন। জন্ম ১৯৫৩ সালের ২১ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি। অবসরপ্রাপ্ত অধ্যাপক। এক সময় বাম রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছুকাল বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানেও দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। দলীয় ও গােষ্ঠী আনুগত্যের বাইরে স্বাধীন চিন্তার জন্য পরিচিত। হাসান শফি নামে প্রকাশিত তার কয়েকটি উল্লেখযােগ্য বই : ইসলাম ও মৌলবাদ : ধর্ম ও ধর্মের রাজনীতি, সময়ের মুখােমুখি, রাজনীতিহীনতার রাজনীতি, বিশ্বায়নের কবলে বাংলা ও অন্যান্য প্রসঙ্গ, আমাজন অরণ্যের বীর : চিকো মেন্দেস, শেখ মুজিবের আত্মজীবনী ও আরও কিছু প্রসঙ্গ প্রভৃতি।