প্রাসঙ্গিক কথাঃ শেষ পর্যন্ত কাজটা করেই ফেললাম।যা নিয়ে ভেবেছিলাম শুধু একটু আধটু।প্রথম বারের আগ্রহটা যেন অন্যরকম।মানুষের এ জীবন জুড়ে রয়েছে বহু অনুভূতি,শত ধরনের মানুষ।সুখ-দুঃখ,হাঁসি-কান্না,ব্যস্ততা,প্রেম-ভালবাসা,স্বপ্ন-সাধনা,ইচ্ছা,অতীতের ছোয়া,বন্ধুত্ব,মায়ের মমতা,শৈশব,কৈশোর এগুলো নিয়েই জীবন।আমার এ কাব্য জুড়ে আছে এমন শত মূহুর্ত জীবন অনুভূতি।বিভিন্ন সময়ের এক এক মনের উক্তি।যা আমি নিয়মিত ফেসবুকে স্ট্যাটাস হিসেবে পোস্ট করে থাকি।তবে আমার পাঠক বন্ধুদের ইচ্ছায় আজ বইয়ের পাতায়। আমার এ অভ্যুদ্বয়ের পেছনে আজ যার কথা না বললেই নয়।জিয়া আঙ্কেল,যার হাত ধরে আমি লেখকের ভূমিকায়।এছাড়া বইটি করার মাঝে অসীম সহযোগিতায় আমি কৃতজ্ঞ তৌফিক উদ্দীন,ওমর ফারুক,আরিফ উদ্দীন,ইব্রাহিম কাজল ভাই,সাইদুল ইসলাম,মুনা এবং আমার সকল বন্ধুদের তরে। মোঃ মনজুর মোরশেদ দক্ষিণ মাদার্শা,চট্টগ্রাম।
লেখক পরিচিতিঃ মোঃ মনজুর মোরশেদ,চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ মাদার্শা গ্রামেই বেড়ে উঠা।পিতাঃ হাজী মোঃ মাহাবুব আলম এবং মাতাঃ নাসিমা আকতার।এস.এস.সি পাস করেন ২০১১ সালে এবং এইচ.এস.সি ২০১৩,ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি একটা ঝোঁক ছিল।আর এস এস সি পাশ করেই একদম পুরোদমে।তার লেখা কলকাতাসহ দেশের বেশ কিছু অনলাইন পত্রিকা,ওয়েব ম্যাগ,লিটল ম্যাগ ও ব্লগজিনে প্রকাশিত হয়।নিয়মিত লেখক হিসেবেও আছেন বেশ কিছু অনলাইন পত্রিকায়।এছাড়া সম্পাদনা করছেন সাহিত্যভিত্তিক ওয়েব ম্যাগ ‘সাহিত্য-কানন’ এর।