ফ্ল্যাপে লিখা কথা হিরো- ঊনিশ বিশ বছরের এক যুবক। সাদা জিন্সের প্যান্টের সাথে হালকা নীল পাঞ্জাবী পায়ে বাদামী রঙের স্যান্ডেল আর কাঁধে বাদামি আর কালো রঙের মিশ্রণে তৈরি একটি চামড়ার ব্যাগ এই তার সম্বল। ধবধবে ফর্সা হালকা পাতলা শরীরের হিরো যেনো সবার মাঝে আলো ছড়িয়ে ছলেছে। সবাই ওর কর্মকান্ডে মুগ্ধ হয়। রোমাঞ্চিত হয়। মনের গহীনে এক ধরনের থ্রীল অনুভূত হয়। ওকে ভালোবাসে। সবাই ওর মতো হতে চায়। সাধারণ তার জীবন যাপন সাধারণ মানুষের মধ্যেই তারবসবাস। প্রকৃতির সাথে অদ্ভুত তার মিল। কখনো বৃষ্টি কখনো জোসনার আলো প্রকৃতির কাদা মপাটির সাথে মিশে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যায় হিরো্ । আচার আচরণও তার খুবই অদ্ভুত। সবাই হিরোর কর্মকান্ডকে অবাক চোখে দেখে আর ভাবে, একি কোন সাধারণ মানুষ? নাকি স্বর্গের কোন দেবতা? সবই যেন ও আগে থেকে জানে। সবই ও আগে থেকেই বলে দিতে পারে। যার সান্নিধ্যেই আসে সবাই ওকে মুগ্ধ চোখে দেখে আর অবাক বিষ্ময়ে তাকিয়ে তাকিয়ে ওর বিভিন্ন কর্মকাণ্ড উপভোগ করে। কিনউত তারপরেও সবাই ধীরে ধীরে বুঝতে পারে সাধারণ মানুষের মাঝে বসবাস করেও হিরো কোন সাধারণ মানুষ নয়। হিরো এক অসাধারণ মানুষ। এক অলৌকিক ক্ষমতার অধিকারী। হয়ত স্বর্গ থেকে আসা কোন দেবদূত। হঠাই করে মিথিলার জীবনে আবির্ভূত হয় এই দেবদূত! হিরো! হিরোর আগমনে অবাক বিষ্ময়ে বদলে যেতে থাকে মিথিলা। বদলে যেতে থাকে মিথিলার আশেপাশ! সবকিছুই! যতই দিন যেতে থাকে ততই হিরোর বিভিন্ন কর্মকাণ্ড সবাইকে বিমুগ্ধ করতে থাকে সবাইকে। সবাই হিরোকে ভালোবাসতে শুরু করে । বাদ যায় না মিথিলাও। কিন্তু দিন যত যেতে থাকে ততই মিথিলা সহ সবাই বুঝতে পারে হিরো কোন সাধারণ মানুষ নয়। তাহলে কে এই হিরো! কি জন্য এসেছে ও মিথিলার জীবনে!
জন্ম কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় (বর্তমানে মনােহরগঞ্জ উপজেলা)। শৈশব ও বাল্যকাল কেটেছে বৃহত্তর লাকসাম ও কুমিল্লায় পড়েছেন লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়, বাবুর বাড়ী প্রাথমিক বিদ্যালয়, লাকসাম পাইলট হাইস্কুল, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের মিনিসােটা রাজ্যের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ে। ব্যবস্থাপনায় মাষ্টার্স অব কমার্স (এমকম) এবং সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাষ্টার্স অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) ডিগ্রী নিয়েছেন। গত তিন দকশ ধরেই লেখালেখি সাংবাদিকতার সাথে জড়িত। অনলাইন সংবাদিকতার জগতে পথিকৃতদের অন্যতম। সম্পাদকের দায়িত্ব পালন করছেন দুই যুগেরও বেশি সময়। প্রকাশিত হয়েছে। গল্প উপন্যাস কবিতা সহ ১৯টি বই। লেখকের সবগুলাে বই প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি আয়ােজিত বইমেলায়। কবিতা, গল্প, উপন্যাস, রম্য রচনা, ভ্রমন কাহিনি, শিশু সাহিত্য, চিঠিপত্র, রূপকথার গল্প সহ সাহিত্যের নানা শাখায় সক্রিয়। সাংবাদিকতা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার জন্য দেশের বাইরে নানা অ্যাওয়ার্ড লাভ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসাবে কর্মরত রয়েছেন।