"হুমায়ূন আহমেদের রুমালি" বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ সাম্প্রতিককালের মিডিয়া জগতের একজন। জনপ্রিয় ব্যক্তিত্বের নাম শাহজাহান চৌধুরী। মূলত একজন কবি। যিনি একাধারে কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী, নাটক, গান ও চিত্রনাট্য লিখে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এবং লেখালেখির বিভিন্ন শাখায় বিচরণ করেছেন অতি সহজেই। রচনা করেছেন একাধিক চিত্রনাট্য-গ্রন্থ। তার এবারের চিত্রনাট্য-গ্রন্থের নাম ‘রুমালী। প্রখ্যাত কথাশিল্পী হুমায়ূন আহমেদের পাঠকনন্দিত উপন্যাস ‘রুমালী'-র চিত্রনাট্য এটি। রুমালী’র পরতে পরতে ছড়িয়ে আছে মানব-মানবীর অন্তরের গহনে নিহিত সুখদুঃখ, আশা ও ভালোবাসা এবং আনন্দ ও নিরানন্দের কথা। চলচ্চিত্রজগতের পটভূমিকায় রচিত একজন চলচ্চিত্র পরিচালকের বেদনাবিধূর জীবন নিয়ে আলেখ্য রুমালী' উপন্যাসের মূল কাহিনী। প্রচ্ছদ :: মাসুম রহমান লেখক পরিচিতিঃ একজন নির্মোহ মানুষের নাম শাহজাহান চৌধুরী। যিনি একাধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, গীতিকার, চিত্রনাট্যকার, নাট্যপরিচালক ও চলচ্চিত্র পরিচালক। পেশা : সাংবাদিকতা। সাপ্তাহিক পাকিস্তানী খবর (১৯৬৫) পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু। ১৯৭২-এ বিচিত্রায়। সাপ্তাহিক নিপুণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পাক্ষিক আনন্দিতা-র প্রধান সম্পাদক। প্রকাশিত গ্রন্থ : ১৫ (পনের)। জন্মস্থান : চট্টগ্রাম । তাঁর স্ত্রী সুফিয়া চৌধুরী, পেশাগত জীবনে একজন সাংবাদিক। পাক্ষিক আনন্দিতার সম্পাদক এবং লেখিকা। দুই কন্যা মৌসুমী চৌধুরী ও শবনম চৌধুরী, দুই পুত্র, আরমান হাসান চৌধুরী ও শাদমান হাসান চৌধুরী। হবি : গান শোনা, বই পড়া ও ভ্রমণ করা। এ পর্যন্ত ভ্রমণ করেছেন আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, হংকং, সিংগাপুর, মালয়েশিয়া, চীন, নেপাল, ভারত, পাকিস্তান, সৌদি আরব, বার্মা, ব্যাংকক, অস্ট্রেলিয়া, ভুটান, শ্রীলংকা, জার্মানি, দুবাই, মিশর ও কাতার। লেখালেখি : ১৯৫৭ সালে ক্লাস সিক্সে পড়ার সময় কবিতা দিয়ে লেখালেখির শুরু। চলচ্চিত্রকর্ম : পিঞ্জর (১৯৭৬), শত্রু (১৯৮৬), উত্তরের খেপ ও একখণ্ড জমি (জাতীয় পুরস্কারপ্রাপ্ত)।
একজন নির্মোহ মানুষের নাম Shahajahan Chowdhuri। যিনি একাধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, গীতিকার, চিত্রনাট্যকার, নাট্যপরিচালক ও চলচ্চিত্র পরিচালক। পেশা: সাংবাদিকতা। সাপ্তাহিক পাকিস্তানী খবর (১৯৬৫) পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু। ১৯৭২-এ বিচিত্রায়। সাপ্তাহিক নিপুণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পাক্ষিক আনন্দিতা-র প্রধান সম্পাদক। প্রকাশিত গ্রন্থ: ১৫ (পনের)। জন্মস্থান: চট্টগ্রাম। তাঁর স্ত্রী সুফিয়া চৌধুরী, পেশাগত জীবনে একজন সাংবাদিক। পাক্ষিক আনন্দিতার সম্পাদক এবং লেখিকা। দুই কন্যা মৌসুমী চৌধুরী ও শবনম চৌধুরী, দুই পুত্র, আরমান হাসান চৌধুরী ও শাদমান হাসান চৌধুরী। হবি: গান শোনা, বই পড়া ও ভ্রমণ করা। এ পর্যন্ত ভ্রমণ করেছেন আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, হংকং, সিংগাপুর, মালয়েশিয়া, চীন, নেপাল, ভারত, পাকিস্তান, সৌদি আরব, বার্মা, ব্যাংকক, অস্ট্রেলিয়া, ভুটান, শ্রীলংকা, জার্মানি, দুবাই, মিশর ও কাতার। লেখালেখি: ১৯৫৭ সালে ক্লাস সিক্সে পড়ার সময় কবিতা দিয়ে লেখালেখির শুরু। চলচ্চিত্রকর্ম: পিঞ্জর (১৯৭৬), শত্রু (১৯৮৬), উত্তরের খেপ ও একখণ্ড জমি (জাতীয় পুরস্কারপ্রাপ্ত)।