"আড়কাঠি" বই এর পিছনের ফ্ল্যাপের লেখা ভগীরথ মিশ্রের উপন্যাস 'তস্কর' লেখা হয়েছিল বাংলা সাহিত্যের একটি প্রায় অনাবিষ্কৃত ভূখণ্ড দিয়ে । একজন লোধা সম্প্রদায়ের মানুষ গোক্ষুর ভক্তা কীভাবে বারে বারে গ্রামীণ রাজনীতির ষড়যন্ত্রে তাঁর 'অপরাধী' পেশায় থাকতে বাধ্য হন, তার অনুপুঙ্খ বিবরণ ছিল এ লেখায় । ‘তস্কর' প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলা সাহিত্যের পড়ুয়া পাঠক ও বিদগ্ধজন তাঁকে দু হাত তুলে স্বাগত জানিয়েছেন। এই উপন্যাসের পটভূমিও আদিবাসী অধ্যুষিত গ্রামবাংলা । লেখক বসু-শবর সম্প্রদায়ের লোকজীবন নিয়ে এই লেখাটি লিখতে গিয়ে উন্মোচন করেছেন তথাকথিত ‘লোকসংস্কৃতি-প্রেমী’ ফোক্-ব্যবসায়ীদের । বিদেশিমী ক্যাথি বার্ড আর এদেশের রাজীব একই ভাবে অর্থোপার্জনের স্বার্থে ব্যবহার করে আদিবাসী বসু-শবরদের লোকজীবন, লোকনৃত্যকে । বিদেশ ভ্রমণ, সেমিনার, অনেক টাকা, সুখের জীবন, বৈভবের হাতছানি রাজীবকে পাগল করে তোলে । অসমের চা বাগানে কুলী চালান দেয়া আড়কাঠি রঙলালের দাদন থেকে বসু-শবরদের বাঁচাতে যে রাজীব একদিন লোক-সংস্কৃতি প্রচারের সংগঠন গড়ে তুলেছিল, তা আর একটি ফাঁদ হিসেবে দাঁড়ায় এই সব সরল মানুষদের সামনে । আধুনিক জীবনেরএই যন্ত্রণাময় দিকটি ভগীরথ মিশ্র উন্মোচন করেছেন তাঁর ‘আড়কাঠি' উপন্যাসে । ভাষা ও ঘটনার গতিতে, যা পাঠকের সামনে এক সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দেবে ।
ভগীরথ মিশ্রের জন্ম ১৯৪৭ সালে। তিনি ভূগােল বিষয়ে স্নাতােকত্তর ডিগ্রীর অধিকারী। পেশায় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস-এ এক্সিকিউটিভ পদে বহাল ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। তাঁর উল্লেখযোেগ্য সাহিত্যসৃষ্টির মধ্যে প্রায় বারােটি উপন্যাস, ২০০-র বেশি ছােটগল্প, সরস রম্যরচনা সংকলন, বেশ কয়েকটি একাংক নাটক এবং বনসাইসংক্রান্ত ১টি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। লেখকের বিশেষ উল্লেখযােগ্য উপন্যাসগুলি যথাক্রমে তস্কর, আড়কাঠি, চারণভূমি, জানগুরু, মৃগয়া উপন্যাসের পাঁচটি খণ্ড, শিকলনামা, ফাঁসবদল, অমানুষনামা, ঐন্দ্রজালিক, আরশিচরিত। তার সাহিত্যকৃতির জন্য তিনি বঙ্কিম পুরস্কার, সমরেশ বসু পুরস্কার, তারাশঙ্কর। পুরস্কার, সর্বভারতীয় কথা-পুরস্কার, সােপান পুরস্কার, গল্পমেলা পুরস্কার ও যাজন পুরস্কারে ভূষিত হয়েছেন।