bকাননে কুসুমকলি, ২য় সংখ্যা, আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর ২০১৩/bbr ঈদ মোবারক। কাননে কুসুমকলি পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। br আবার বের হল 'কাননে কুসুমকলি'। এবার ঈদের আগের দিন।br দ্বিতীয় সংখ্যা। একটু দেরী হয়ে গেল হয়তো। পাঠক, লেখক ও শুভাকাঙ্ক্ষী মহল আমাদের সাথে ছিলেন, আছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, কিন্তু তারপরও নানা প্রতিবন্ধকতা, আর্থিক সমস্যা, ব্যবস্থাপনার দূর্বলতাসহ নানা কারণে পত্রিকা বের করতে খানিকটা দেরী হল। br গুজব শোনা যাচ্ছিল কাননে কুসুমকলি আর বের হবে না। কিন্তু না, আমরা গুজবে কান দিই না। এভাবেই পত্রিকারূপী আমাদের স্বপ্নটি বের হবে; মাঝেমধ্যে একটু বিপত্তি, একটু মনখারাপ হয়তো হবে কিন্তু বসন্তের আবির্ভাব তো আগলে রাখা যায় না, তেমনি আগলে রাখা যায় না ফুলের স্ফুটন। কাল সকালে ঈদ, আর আমরা ফেলে আসলাম দূর্গাপূজা। সামনে আসছে শীতও। ছোট ছোট শিশু-কিশোরদের ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতেই প্রকাশ হল আমাদের এবারের সংখ্যা। br এ সংখ্যার জন্যও আমরা প্রচুর লেখা পেয়েছিলাম। ছাপা হল বেশ কিছু লেখা। জায়গার অভাবে হয়তো কিছু ভাল লেখাও শেষমেশ বাদ দিতে হয়েছে, তবে কারও তাতে মনখারাপ বা হতাশ হবার কোন কারণ নেই, কারণ এসব লেখাগুলো জমা থাকবে আমাদের পরবর্তী সংখ্যার জন্য। এবারের সংখ্যাটিতে আমরা অধ্যাপক যতীন সরকার স্যারের সাক্ষাৎকার ছাপিয়ে আনন্দিত ও গর্বিত। একই সাথে এবার আমাদের পত্রিকায় লিখেছেন কবি তুষার কর, মোহাম্মদ সাদিক, সেলু বাসিত, শাহাবুদ্দীন নাগরী, হামিদা খাতুন শেফালী, রোকেয়া খাতুন রুবী, বজলুল মজিদ চৌধুরী খসরু, হোসনে আরা হেনা, হাসনাত আমজাদ, প্রবীর বিকাশ সরকার, মুহম্মদ ইমদাদ, ইমানুজ্জামান মহী, সরোজ মোস্তফা সহ আরও অনেক গুণী লেখক। br শিশু-কিশোর পত্রিকা মানেই হল বড়রা লিখবেন আর ছোটরা পড়বে, কিন্তু না, আমাদের প্রতিশ্রুতি ছিল আমাদের পত্রিকায় একই সাথে বড়রা এবং ছোটরাও লিখবেন। বেশ কিছু শিশু-কিশোরদের লেখা ছাপা হল এ সংখ্যায়। স্কুল-কলেজ পড়ুয়াদের কথা ভেবে এবারও দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০ টাকা। br পত্রিকা কেমন হয়েছে- তা পরীক্ষার ভার পাঠকবৃন্দের কাঁধে। তবে আশা করি পরবর্তী সংখ্যা আরও অনেক ভাল করে প্রকাশ করব আমরা। আমাদের সঙ্গে যাঁরা ছিলেন, যাঁরা আছেন সবার কাছেই অন্তহীন কৃতজ্ঞ আমরা। ভবিষ্যতেও সকলের উদার সহযোগিতা কামনা করি।brbr bকাননে কুসুমকলি, ২য় সংখ্যা, আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর ২০১৩/bbr ঈদ মোবারক। কাননে কুসুমকলি পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। br আবার বের হল 'কাননে কুসুমকলি'। এবার ঈদের আগের দিন।br দ্বিতীয় সংখ্যা। একটু দেরী হয়ে গেল হয়তো। পাঠক, লেখক ও শুভাকাঙ্ক্ষী মহল আমাদের সাথে ছিলেন, আছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, কিন্তু তারপরও নানা প্রতিবন্ধকতা, আর্থিক সমস্যা, ব্যবস্থাপনার দূর্বলতাসহ নানা কারণে পত্রিকা বের করতে খানিকটা দেরী হল। br গুজব শোনা যাচ্ছিল কাননে কুসুমকলি আর বের হবে না। কিন্তু না, আমরা গুজবে কান দিই না। এভাবেই পত্রিকারূপী আমাদের স্বপ্নটি বের হবে; মাঝেমধ্যে একটু বিপত্তি, একটু মনখারাপ হয়তো হবে কিন্তু বসন্তের আবির্ভাব তো আগলে রাখা যায় না, তেমনি আগলে রাখা যায় না ফুলের স্ফুটন। কাল সকালে ঈদ, আর আমরা ফেলে আসলাম দূর্গাপূজা। সামনে আসছে শীতও। ছোট ছোট শিশু-কিশোরদের ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতেই প্রকাশ হল আমাদের এবারের সংখ্যা। br এ সংখ্যার জন্যও আমরা প্রচুর লেখা পেয়েছিলাম। ছাপা হল বেশ কিছু লেখা। জায়গার অভাবে হয়তো কিছু ভাল লেখাও শেষমেশ বাদ দিতে হয়েছে, তবে কারও তাতে মনখারাপ বা হতাশ হবার কোন কারণ নেই, কারণ এসব লেখাগুলো জমা থাকবে আমাদের পরবর্তী সংখ্যার জন্য। এবারের সংখ্যাটিতে আমরা অধ্যাপক যতীন সরকার স্যারের সাক্ষাৎকার ছাপিয়ে আনন্দিত ও গর্বিত। একই সাথে এবার আমাদের পত্রিকায় লিখেছেন কবি তুষার কর, মোহাম্মদ সাদিক, সেলু বাসিত, শাহাবুদ্দীন নাগরী, হামিদা খাতুন শেফালী, রোকেয়া খাতুন রুবী, বজলুল মজিদ চৌধুরী খসরু, হোসনে আরা হেনা, হাসনাত আমজাদ, প্রবীর বিকাশ সরকার, মুহম্মদ ইমদাদ, ইমানুজ্জামান মহী, সরোজ মোস্তফা সহ আরও অনেক গুণী লেখক। br শিশু-কিশোর পত্রিকা মানেই হল বড়রা লিখবেন আর ছোটরা পড়বে, কিন্তু না, আমাদের প্রতিশ্রুতি ছিল আমাদের পত্রিকায় একই সাথে বড়রা এবং ছোটরাও লিখবেন। বেশ কিছু শিশু-কিশোরদের লেখা ছাপা হল এ সংখ্যায়। স্কুল-কলেজ পড়ুয়াদের কথা ভেবে এবারও দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০ টাকা। br পত্রিকা কেমন হয়েছে- তা পরীক্ষার ভার পাঠকবৃন্দের কাঁধে। তবে আশা করি পরবর্তী সংখ্যা আরও অনেক ভাল করে প্রকাশ করব আমরা। আমাদের সঙ্গে যাঁরা ছিলেন, যাঁরা আছেন সবার কাছেই অন্তহীন কৃতজ্ঞ আমরা। ভবিষ্যতেও সকলের উদার সহযোগিতা কামনা করি।brbr