বাহান্ন ছুঁই ছুঁই মণিময় গুহ হয়েও থাকতে পারতেন পৃথিবীর শতসহস্র বিশেষত্বহীন মানুষদে একজন । কর্মসূত্রে যিনি পি এম –জির বিশাল অফিসের এক অফিসার বাড়িতে যাঁর স্ত্রী নয়নলেখা ও তিন সন্তান । ছেলেদের একজন ব্যবসায় ঢুকেছে । পারিবারিক বন্ধু বন্ধুপ্রতিম সেনের সুবাদে মেয়ে সাগরিকাও একটি চাকরিতে । সংসারে সচ্ছলতা ,হয়তো সুখও ।
কিন্তু সুখের ধারাণাটাই কীভাবে যেন পাল্টে গেল প্রৌঢ় মণিময়ের জীবনে । পাখিদের জীবনচরিত নিয়ে নাড়াচাড়া করতে করতে পাখি দেখার নেশায় জড়িয়ে পড়তে -পড়তে , নিজের বাড়িটাই কীভাবে যেন খাচাঁ হয়ে উঠল মণিময়ের কাছে ।আর কীভাবে যেন নবার চরে একদিন মণিময় দেখা পেলেন কন্যার বয়সী মেয়ে দোয়েল মিত্রের যারও কিনা পাখি দেখার শখ । কীভাবে আর তারপরে কী তাই নিয়েই এই সূক্ষ্ম, জটিল ,অনুভূতি নির্ভর ও স্বতন্ত্রস্বাদ উপন্যাস । লিখেছেন হর্ষ হত্ত, নবীনদের মধ্যে যিনি যথার্থই নতুন এবং প্রত্যাশাপূরক কথাকার ।
জম্ম : ১৯৫৫ ,কলকাতায় । শিক্ষা: বঙ্গবাসী কলেজিয়েট স্কুল ,রহড়া রামকৃঞ্চ মিশন বালকাশ্রম , প্রেসিডেন্সি কলেজ ,কলকাতা বিশ্ববিদ্যালয় । বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীর এম-এ ।ছাত্র জীবনেই সাহিত্যচর্চার হাতেখড়ি ।কলেজ জীবনে ডাকনামে (সম্রাট ) গল্প লিখেছেন ইতস্তত লিটল ম্যাগাজিনে । সমতট পত্রিকার গল্প –প্রতিযোগিতায় বোশেখী পদাবলী পায় সপ্রশংস স্বীকৃতি । ১৯৮৪ তে দেশ পত্রিকায় প্রকাশিত কামাদি কুসুম সকলে গল্পটির মাধ্যমে বৃহত্তম আত্মপ্রকাশ । দেশ পত্রিকাতেই প্রকাশিত মিতায়তন প্রথম উপন্যাস -অমল । সর্বস্তরের পাঠকদেও অভিনন্দন ধন্য এই উপন্যাস । জীবিকা : সাংবাদিকতা ।দেশ পত্রিকার সহ- –সম্পাদক । প্রিয় লেখক : বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ । চিরহরিৎ অরণ্যেও মতোই এই দুই স্রষ্টা চিরন্তন প্রেরণা ।
Harsha Dutta-র জন্ম ১৯৫৫, কলকাতায়। শিক্ষা : বঙ্গবাসী কলেজ-স্কুল, রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম বিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীর এম. এ. এবং এম. ফিল.। স্কুলের দিনগুলিতেই সাহিত্যচর্চার হাতেখড়ি। কলেজ-জীবনে গল্প লিখেছেন বিভিন্ন লিটল ম্যাগাজিনে। ১৯৮৪-তে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত ‘কামাদি কুসুম সকলে’ গল্পটির মাধ্যমে বৃহত্তর আত্মপ্রকাশ। এই পত্রিকাতেই মুদ্রিত মিতায়তন প্রথম উপন্যাস ‘অমল’। উপন্যাসটি সর্বস্তরের পাঠকের অভিনন্দন-ধন্য। প্রথম বড় উপন্যাস ‘ময়ূরাক্ষী, তুমি দিলে’ বহুর ভিড়ে এক স্বাতচিহ্নিত সৃষ্টি। জীবিকা : সাংবাদিকতা। ‘দেশ’ পত্রিকার সহ সম্পাদক। ‘সমরেশ বসু সাহিত্য পুরস্কার (১৯৯২) এবং ‘বিচয়ন সাহিত্য পুরস্কার’ (১৯৯৬)-এ ভূষিত।