"কবির বউঠান" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় সন্তান। সত্যেন্দ্রনাথ ভারতীয়দের মধ্যে প্রথম আই সি এস। তার স্ত্রী জ্ঞানদানন্দিনীকে তিনি স্বাধীন নারী হিসেবে গড়ে তুলতে চান। সেই মতাে জ্ঞানদা ধীরে হয়ে ওঠেন। তেজস্বিনী এক নারী। বাঙালি নারীর পােশাকের সংস্কারমুক্তিকেই তিনি প্রথম গুরুত্ব দিতে শুরু করেন। জ্ঞানদানন্দিনীর প্রিয় দেবর জ্যোতিরিন্দ্রনাথের কাছে তিনি ছিলেন মেজো বউঠান। ঠাকুরবাড়ির বৃহৎ সংসারের বাইরে শিল্প সংস্কৃতি আত্মীয়তার একটি অন্তরঙ্গ ত্রিকোণ রচিত হয় সতেরাে বছরের জ্ঞানদা, আঠারাের জ্যোতিরিন্দ্র আর দু’জনের অভিভাবক সত্যেন্দ্রনাথের মধ্যে। এরপর জ্যোতিরিন্দ্রের বিবাহ হয় কাদম্বরীর সঙ্গে। তখন রবীন্দ্রনাথের সবে কবিতা নিয়ে আঁকিবুকির শুরু। গুরুমশায়ের কাছে একসঙ্গে পাঠ নেন রবি, সােম, সত্য, বর্ণদিদি এবং কাদম্বরী অর্থাৎ রবির নতুন বউঠান। রবি ক্রমশ বড় হয়ে ওঠেন। নতুন বউঠানের সঙ্গে নবীন কবির সখ্যতার সম্পর্ক হয়। আলােকপ্রাপ্ত ঠাকুর পরিবারের প্রতিভা-উজ্জ্বল নানান চরিত্র ভিড় করে আছেন মল্লিকা সেনগুপ্তের ‘কবির বউঠান’ উপন্যাসে। এই লেখায় একইসঙ্গে খেলা করছে সৃজনশীল এক আশ্চর্য সময় আর নিঃসঙ্গ ভালবাসার বিষাদ। দুই হাতে দু’টিকেই যেন ছুঁয়ে আছেন সেতুর মতন এক কবি।
মল্লিকা সেনগুপ্তর জন্ম ২৭ মার্চের ১৯৬০ সালে ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে। তাঁর কবি জীবন শুরু ১৯৮১ সালে এবং সেই থেকে তিনি ১১টি কবিতার বই, দুটি উপন্যাস এবং বিভিন্ন প্রবন্ধ লিখেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা কেন্দ্রে অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। ৯০ এর দশকে তিনি অপর্ণা সেন সম্পাদিত 'সানন্দা' পত্রিকার কবিতা বিভাগের সম্পাদনা করতেন। স্বামী সুবোধ সরকারের সাথে তিনি 'ভাষানগর' নামক একটি সাংস্কৃতিক পত্রিকা সম্পাদনা করতেন। মল্লিকার কবিতা আপষহীন রাজনৈতিক ও নারীবাদী হিসেবে পরিচিত। তাঁর লেখনির গুণে তিনি আন্তর্জাতিক স্তরেও প্রতিষ্ঠা পেয়েছেন। তাঁর লেখা ইতোমধ্যেই বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে সুকান্ত পুরস্কার, বাংলা একাদেমি এ্যাওয়ার্ড এবং ফেলোশিপ ফর লিটারেচার দিয়ে সম্মানিত করেছেন। ইতিহাসের ব্রাত্য নারী চরিত্ররা প্রায়ই তাঁর লেখায় পুনর্জীবিত হয়েছেন। সমসাময়িক কবি সংযুক্তা দাসগুপ্তের ভাষায় "তার কবিতায় নারীস্বত্বা কেবলমাত্র অন্তর্ভূতি সচেতনতা হিসেবেই থেকে যায় না, সেটা প্রস্ফুটিত হয় সমস্ত প্রান্তিক নারীর নিপীড়নের বিরুদ্ধে এক স্বতস্ফুর্ত প্রতিবাদ।"