এক এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখব, তা স্বপ্নেও ভাবিনি। দিল্লি-বোম্বে- ব্যাঙ্গালোরে এই দৃশ্য দেখলে একটুও অবাক হতাম না কিন্তু কলকাতায় ? অভাবনীয়, অচিন্তনীয় ! ছুটি পেলেই দিল্লি থেকে কলকাতায় ছুটে আসি; না এসে পারি না। যে শহরে আমার জন্ম, যেখানে আমার শৈশব-কৈশোর ও প্রথম যৌবনের সোনালি দিনগুলির অসংখ্য স্মৃতি ছড়িয়ে আছে, সেখানে কি না এসে পারা যায় ? এখানে এলেই পুরোনো বন্ধুদের কাছে যাই। আমরা হাসি-ঠাট্টা-গল্পগুজবে মেতে উঠি। সবাই মিলে সিনেমা-থিয়েটার দেখি। ভালো ভালো রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করি। সবাই না হলেও কয়েকজন মিলে কয়েক দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাই। আজ সকালেই দিল্লি থেকে কলকাতা এসেছি। রাজধানী এক্সপ্রেস হাওড়া পৌঁছল ঘণ্টাখানেক দেরিতে। তারপর ট্যাক্সিতে হাওড়া থেকে বালিগঞ্জ সার্কুলার রোডে কোল ইন্ডিয়ার গেস্টহাউস। চান-টান করে প্রায় লাঞ্চ খাবার সময় সামান্য একটু কিছু খেয়েই সন্দীপের অফিস। ওর ওখানে ঘণ্টাখানেক আড্ডা দিয়েই গেলাম জয়ন্তর কাছে। ওর সঙ্গে কথা বলতে বলতে যে এত বেলা হয়ে গেছে, তা ভাবতেও পারিনি। ওর ওখান থেকে বেরিয়েই টের পেলাম খুব খিদে পেয়েছে। পার্ক স্ট্রিটের ওই রেস্তোরাঁয় যখন ঢুকলাম, তখন সাড়ে চারটে বাজে। লাঞ্চের অর্ডার দিয়ে বসে আছি খাবারের অপেক্ষায়। চারপাশে দৃষ্টি ঘুরাতে গিয়েই চমকে উঠি। হাতে শাঁখা, সিঁথিতে সিন্দুর, মাথায় একটু ঘোমটা অথচ হাতে হুইস্কির গেলাস !
বাংলা সাহিত্যের এই খ্যাতিমান ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য ১৯৩১ সালের ১০ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আদি নিবাস তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান জেলা) শালিখা থানার অন্তর্গত শরশুনা গ্রামে। তাঁর পিতার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। নিমাই ভট্টাচার্য বাংলাদেশের বগুড়া জেলার কালীতলার বিশিষ্ট ব্যবসায়ীর কন্যা দীপ্তি ভট্টাচার্যকে বিবাহ করেন। কলকাতার টালিগঞ্জের শাশমল রোডের বাসায় বসবাস করতেন তিনি। শিক্ষাজীবন: নির্মম অদৃষ্ট সাড়ে তিন বছর বয়সে তিনি মাতৃহীন হন। পিতার সীমিত আয়ে অকল্পনীয় দুঃখ কষ্ট অভাব অভিযোগের মধ্যে ভর্তি হলেন কলকাতা কর্পোরেশন ফ্রি স্কুলে। কলকাতা রিপন স্কুলে কিছুদিন তিনি পড়াশুনা করার পর যশোরে ফিরে আসেন। ১৯৪১ সালে যশোর সম্মিলনী ইনস্টিটিউশনে চতুর্থ শেণীতে ভর্তি হন এবং নবম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশুনা করেন। তাঁর পিতা সুরেন্দ্রনাথ বাবুও এক সময় সম্মিলনী ইনস্টিটিউশনের ছাত্র ও পরবর্তীতে শিক্ষক ছিলেন। দেশ বিভাগের পর নিমাই ভট্টাচার্য পিতার সঙ্গে কলকাতায় চলে যান এবং পুনরায় কলকাতায় রিপন স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ১৯৪৮ সালে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি কলকাতা রিপন কলেজে ভর্তি হন এবং রিপন কলেজ থেকে আই. এ পাশ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫২ সালে তিনি বি. এ পাশ করেন। সাংবাদিকতার মাধ্যমেই তাঁর কর্মজীবন শুরু হয়। কিন্তু প্রথম অবস্থায় সেখানেও তিনি ভাগ্যের বিড়ম্বনার স্বীকার হন। নিমাই ভট্টাচার্যের সাহিত্য চিন্তা তাঁর জীবনচর্চার একান্ত অনুগামী হয়ে দেখা দিয়েছে। ১৯৬৩ সালে তাঁর লেখা একটি উপন্যাস কলকাতার সাপ্তাহিক ‘অমৃতবাজার’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং সাহিত্যামোদীদের নিকট ব্যাপক প্রশংসা অর্জন করে। পরবর্তীকালে ‘রাজধানী নৈপথ্য’ রিপোর্টার. ভি. আই. পি এবং পার্লামেন্ট স্টীট নামক চারখানি উপন্যাস ঐ একই পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সাংবাদিকতার পাশাপাশি নিমাই ভট্টাচার্য পূর্ণোদ্যমে আরো আরো উপন্যাস লেখা শুরু করেন। ‘মেমসাহেব’, ‘ডিপেস্নাম্যাট’, ‘মিনিবাস’, ‘মাতাল’, ‘ইনকিলাব’, ‘ব্যাচেলার’, ‘ইমনক্যলাণ’, ‘ডিফেন্স’, ‘কলোনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘কেরানী’, ‘ভায়া ডালহৌসী’, ‘হকার্স কর্নার’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘নিমন্ত্রণ’, ‘নাচনী’, ‘অ্যাংলো ইন্ডিয়ান’, ‘ডার্লিং’, ‘ম্যাডাম’, ‘ওয়ান আপ-টু-ডাউন’, ‘গোধুলিয়া’, ‘প্রিয়বরেষু’, ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘মোগল সরাই জংশন’, ‘ইওর অনার’, ‘ককটেল’, ‘অনুরোধের আসর’, ‘যৌবন নিকুঞ্জে’, ‘শেষ পরানির কড়ি’, ‘হরেকৃষ্ণ জুয়েলার্স’, ‘পথের শেষে’ প্রভৃতি প্রকাশিত উপন্যাসগুলি উল্লেখযোগ্য। নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাসগুলোতে বিষয়গত বৈচিত্র্যতার ছাপ প্রস্ফূটিত হয়ে উঠেছে।