ভূমিকা যদি পাকিস্তানী ভারত বিদ্বেষী প্রচার বন্ধ করতে চাও, তাহলে টাকা ঢাল কিংবা অপূর্ব সুন্দরী মেয়েদের সাহায্য নাও। আমাদের এদুটোই ছিল না। তবু আমি পাকিস্তানী অপপ্রচার বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। পরে আমার কাজের তারিফ করে ভারত সরকারের বিদেশ সচিব চন্দ্রশেখর ঝা আই সি এস ২০শে নভেম্বর ১৯১৫ সালে লিখে জানালেন - "After an initial hostile attitude, we have noticed that there have been substantial understanding of our case and a degree of support which we have not had almost any where else," এই কাজ করতে গিয়ে আমাকে বহু, বিভিন্ন লোকের এবং পরিস্থিতির সংস্পর্শে আসতে হয়েছে যার পুরো কাহিনী লিখতে গেলে আমাকে কুড়ি খণ্ড আরব্য রজনী লিখতে হবে। তবে পাঠকদের বলে রাখি যে আমার প্রতিটি পাই থীলার আমার এইসব অভিজ্ঞতার উপর রচিত । এই কাহিনীতে খাঁটি দুধেও আছে, জলও মেশান হয়েছে । যদি পাকিস্তানী ভারত বিদ্বেষী প্রচার বন্ধ করতে চাও, তাহলে টাকা ঢাল কিংবা অপূর্ব সুন্দরী মেয়েদের সাহায্য নাও। আমাদের এদুটোই ছিল না। তবু আমি পাকিস্তানী অপপ্রচার বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। পরে আমার কাজের তারিফ করে ভারত সরকারের বিদেশ সচিব চন্দ্রশেখর ঝা আই সি এস ২০শে নভেম্বর ১৯১৫ সালে লিখে জানালেন - "After an initial hostile attitude, we have noticed that there have been substantial understanding of our case and a degree of support which we have not had almost any where else," এই কাজ করতে গিয়ে আমাকে বহু, বিভিন্ন লোকের এবং পরিস্থিতির সংস্পর্শে আসতে হয়েছে যার পুরো কাহিনী লিখতে গেলে আমাকে কুড়ি খণ্ড আরব্য রজনী লিখতে হবে। তবে পাঠকদের বলে রাখি যে আমার প্রতিটি পাই থীলার আমার এইসব অভিজ্ঞতার উপর রচিত । এই কাহিনীতে খাঁটি দুধেও আছে, জলও মেশান হয়েছে ।
জন্ম: ১৯২৪ - মৃত্যু: ৫ ফেব্রুয়ারি ১৯৯৫ বিখ্যাত রহস্য রোমাঞ্চ লেখক। তিনি বিক্রমাদিত্য ছদ্মনামে বই লিখতেন। অশোক গুপ্ত ঢাকায় পড়াশোনা করেছেন। কিছুদিন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় সাংবাদিকতা করেছেন। তারপর ফরেন সার্ভিস পাস করে চাকরিতে যোগ দেন। অবসর গ্রহণের সময় প্যারিসের দূতাবাসে কর্মরত ছিলেন। তাঁর রচিত কয়েকটি গ্রন্থ : গ্রেট গ্যাম্বলার, ইনফরমার, মাকড়সার জাল, মার্ডার অ্যাট মিড নাইট, অপারেশন সার্চ লাইট, বেইমান, ডেডবডি, স্পাই, স্মাগলার, সিক্রেট এজেন্ট, স্পাই গেম, ব্যাংক রবারি, কল গার্ল স্পাই, দূতাবাসের ইতিকথা, স্বাধীনতার অজানা কথা ছোটদের জন্য তাঁর কয়েকটি গ্রন্থ: ফতেনগরের লড়াই, অডিসিয়াস