কাব্যসংগীত অর্থাৎ সুরাশ্রিত কবিতা তথা কাব্যধর্মী গান। রামনিধি গুপ্ত ও কবিওয়ালাদের আমল পেরিয়ে, উনিশ শতকের ব্রহ্মসংগীত স্বদেশী সংগীতের এলাকা ছুঁয়ে, নাট্যসংগীত প্রেমসংগীতের বিচিত্র ঐতিহ্য তৈরি করে, বাংলা কাব্যসংগীত রবীন্দ্রনাথের গানের ধারায় মিশে গেছে। তারই সুবিস্তৃত ইতিহাস, প্রতিটি ধারার স্বতন্ত্র বিবর্তন-কাহিনি, তাদের সমাজ প্রেক্ষিত এবং বহুশত গীতিকার সুরকার ও গীতসংকলনের বিস্তারিত পরিচয় আছে এই গ্রন্থের প্রথম পর্বে। বাংলা কাব্যসংগীতের এত বড় কোষগ্রন্থ এর আগে লেখা হয়নি । গ্রন্থের দ্বিতীয় পর্বে আছে কাব্যসংগীত- রূপে রবীন্দ্রসংগীতের ভাবসম্পদের অসাধারণ বিশ্লেষণ, রবীন্দ্রনাথের পূজার প্রেমের প্রকৃতির এবং স্বদেশ-পর্যায়ের গানের সঙ্গে তাঁর সমগ্র কবিজীবনের প্রেমচেতনা ভক্তিবিশ্বাস বা স্বদেশচেতনার এবং লোকায়ত প্রভাবের সুনিপুণ অনুপুঙ্খ নিরীক্ষণ। দুই পর্বে সাকুল্যে সাড়ে সাতশোর বেশি গীতিকার এবং রবীন্দ্রসংগীতসহ ষোলোশোর বেশি কাব্যসংগীতের পর্যালোচনায় সমৃদ্ধ, বহু দুর্লভ কাব্যসংগীত সংকলনের বিবরণে মূল্যবান, বাংলা গানের পাঠক-শ্রোতা থেকে সংগীত ও সাহিত্য পাঠক্রমের সর্বস্তরের ছাত্রছাত্রী-শিক্ষক- গবেষকের কাছে সর্বদাব্যবহার্য অপরিহার্য এই গ্রন্থটি সম্পূর্ণ পরিমার্জিত হয়ে পুনঃপ্রকাশিত হল ।