"সব রোগে ওষুধের প্রয়োজন নেই"বইটির সম্পর্কে কিছু কথা: নিয়তি বা অদৃষ্ট সম্পর্কে চীনে প্রচলিত একটি ধারণা নিয়ে দুয়েকটি কথা বলে প্রসঙ্গ কথা শেষ করব। এই ধারণাটি অন্ধবিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত নয়। বরং মানুষ হিসেবে একজন ব্যক্তির সুপ্তশক্তির সাথে এর সম্পর্ক। মানুষ হিসেবে আমাদের কাজ হলাে নিয়তির পরিপূর্ণতা প্রদান করা, এমন একটি বােধশক্তির উদ্ভাবন করা, যার মাধ্যমে আমার নিজেদের চিনতে পারি। এই কাজটি করতে পারলে আমরা ভালাে থাকব, আমাদের প্রেরণাশক্তি উদ্দীপিত ও উৎসারিত হবে এবং আমরা এমন এক আধ্যাত্মিক শক্তির অধিকারী হবাে যা আগে আমাদের কোনাে সময় ছিল না। অন্যদিকে আমাদের চলার পথে ভয়-ভীতি, দুশ্চিন্তা বা আত্মবিশ্বাসের অভাবে যদি কোনাে বাধা আসে, আমাদের প্রেরণাশক্তি ক্ষয়প্রাপ্ত হবে বা লােপ পাবে এবং ফলশ্রুতিতে আমরা অসুস্থ হয়ে পড়ব। সুতরাং রােগ-বিমারিকে জয় করার জন্য আমাদের মনােবল, প্রতিরােধ ক্ষমতা, আত্মবিশ্বাস ও প্রেরণাশক্তিতে বলীয়ান হতে হবে। তবেই শুধু সুস্থ থাকার যুদ্ধে আমরা জয়ী হতে পারব। মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা বা চিকিৎসা লাভ অন্যতম। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিরবিদ্যার কারণে মানুষ অনেক রোগ-ব্যাধিকে জয় করতে পেরেছে ও গড় আয়ুও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সাম্প্রতিকালে দেখা যাচ্ছে যে, ওষুধের মাত্রাতিরিক্ত প্রয়োগের কারণে মানবদেহে পার্শ্ব-প্রতিক্রিয়া দেয়া দেওয়ার ফার্মাসিস্ট ও চিকিৎসাবিজ্ঞানীরা চিন্তিত। আলোচ্য বইটতে লেখক ওষুধ, ওষুধের প্রয়োগ ও অন্যান্য বিষয়ে সুচিন্তিতভাবে আলোচনা করেছেন, যা যে কোনো স্বাস্থ্যসচেতন পাঠককে এ-বিষয়ে নতুন ধারণা লাভে সহায়ক হবে।