"বিশ্বাসেই বিশ্বজয়" বইটির সূচিপত্র: বিশ্বাসেই বিশ্বজয় আত্মবিশ্বাসেই সাফল্য আসে সফল হবার সহজ পন্থা নিয়ম-শৃঙ্খলাবােধ সফলতার দ্বার উন্মুক্ত করে একজন আদর্শ বা পরিপূর্ণ মানুষই সফল মানুষ মানসিকতার পরিবর্তন সাফল্যের অন্যতম ভীত রচনা করে উৎসাহ-উদ্দীপনার সাথে কাজ করুন প্রবল ইচ্ছাশক্তি ভবিতব্যকেও খণ্ডাতে পারে কাজকে অভ্যাসে পরিণত করুন আমাদের কর্মনিষ্ঠাই সাফল্যের সবচেয়ে বড় নিয়ামক বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখুন ইতিবাচক দৃষ্টিভঙ্গির সুফল সঠিক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বাড়ায় নিজের কাজের প্রতি মনোেযােগী হােন নিজেকে ছােট বা তুচ্ছ করে দেখবেন না হাল ছেড়ে দেওয়া মানে ব্যর্থতার চেয়েও ক্ষতিকর নিজেকে মূল্যায়ন ও পর্যবেক্ষণ করতে শিখুন সৃজনশীল চিন্তার সুফল অন্যের প্রতি সহানুভূতি সাফল্যের দ্বার খুলে দেয় সাফল্যের জন্য চাই সময়ের সদ্ব্যবহার একজন সফল ব্যক্তির মূল্যায়ন করার ক্ষমতা সততা ও উদারতার সফল প্রয়োেগ নিজের দুর্বলতাকে কাটিয়ে উঠুন ভাল কাজের প্রশংসা করুন সমস্যা মােকাবিলা করতে শিখুন আপনার মধ্যে কল্পনাশক্তি জাগিয়ে তুলুন আপনার বিবেককে জাগ্রত করে তুলুন সঠিক চিন্তা ও কাজের কোন বিকল্প নেই নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করা নিজেকে যথাযথভাবে মূল্যায়ন ও প্রকাশ করুন জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি বই পড়ুন মনে সৎ সাহস ও বিশ্বাস রাখুন একজন সফল ব্যক্তির আত্মতৃপ্তি ও সন্তুষ্টি থাকা জরুরি অহংকার মানুষকে বিনাশের পথে নিয়ে যায়।
সৈয়দ মোস্তাক আহ্মাদের জন্ম ১৯৮২ সালের ১ জানুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামে। তার পিতা মাওলানা মুহাম্মদ তমিজ উদ্দীন (র.) ছিলেন একজন পীর ও আধ্যাত্মিক পুরুষ। তার মাতা মনোয়ারা বেগমও ছিলেন সম্ভ্রান্ত পরিবার থেকে আগত। এরকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোস্তাক আহ্মাদ এর ভাগ্য যেন নির্ধারিতই ছিল যে তিনি বড় হয়ে ধর্ম ও সুফি দর্শন নিয়ে লিখবেন। পারিবারিক ঐতিহ্যের কল্যাণে শৈশব থেকে তার ধর্মীয় শিক্ষার ভিত মজবুত হয়। পাশাপাশি সুফি দর্শন, মরমী দর্শন, আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয়েও পারিবারিকভাবে শিক্ষা লাভ করেন। তাই তো মোস্তাক আহ্মাদ এর বই সমূহ আধ্যাত্মিকতা ও দর্শন থেকে শুরু করে ধর্মীয় ইতিহাস, অনুশাসন, আত্মোন্নয়ন, মানবজীবন ও দর্শন ইত্যাদি বিষয়ে জ্ঞান ও অনুপ্রেরণার অফুরন্ত উৎস। মোস্তাক আহমাদ একজন দক্ষ মোটিভেটর। মেডিটেশন ও নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং ব্যক্তিগত উন্নয়ন সাধন করতে সক্ষম। বর্তমানে ‘ড্রিমওয়ে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিঃ’ এর ড্রিমওয়ে প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা সিইও হিসেবে কর্মরত আছেন তিনি। মানবোন্নয়ন, ব্যক্তিক উৎকর্ষ সাধন, সুফি ও মরমী দর্শন নিয়ে দেড় শতাধিক পাঠকপ্রিয় বই লিখেছেন তিনি। মোস্তাক আহমাদ এর বই সমগ্র ব্যক্তিজীবনে সমৃদ্ধি ও সাফল্যের চূড়ায় আরোহণের প্রেরণা দেয়, ব্যক্তিমনের সুপ্ত প্রতিভা বিকাশের পথ দেখায়, সাফল্যের আকাঙ্ক্ষা ও ক্ষুধা জাগ্রত করে। ‘দ্য ম্যাজিক অব থিংকিং বিগ’, ‘বুদ্ধি ও বিনিয়োগ শেয়ার ব্যবসায় সেরা সাফল্য’, ‘মেধা বিকাশের সহজ উপায়’, ‘ইতিবাচক চিন্তার শক্তি’, ‘বিজনেস স্কুল’, ‘মাওলানা রুমীর আত্মদর্শন’, ‘লালন সমগ্র’, ‘টাকা ধরার কৌশল’, ‘দিওয়ান-ই-হাফিজ’, ‘দিওয়ান-ই-শামস তাবরিজ’, ‘আত্মোন্নয়ন ও মেডিটেশন’ ইত্যাদি তার কিছু জনপ্রিয় বই।