বাংলাদেশী সংস্করণের ভূমিকা ‘পুঁজিবাদ : এক ভৌতিক কাহিনী’ অরুন্ধতী রায়ের লেখা একটি বড় প্রবন্ধ। লেখাটি তিনি শুরু করেছেন বোম্বেতে নির্মিত ভারতের অন্যতম বড় ধনী মুকেশ আম্বানীর বিলাসবহুল ২৭ তলা বাড়ি ‘এন্টিলা’ প্রসঙ্গ তুলে। কিন্তু এই লেখায় মূলত তিনি ভারতীয় বুর্জোয়াদের পোস্টমর্টেম করেছেন। একই সাথে বিশ্ব সাম্রাজ্যবাদী ব্যবস্থাকেও উন্মোচন করেছেন। অরুন্ধতী রায় বিশ্বখ্যাত সাহিত্য পুরস্কার বুকার বিজয়ী লেখক। বাংলাদেশেও খুব জনপ্রিয় তিনি। তিনি কমিউস্টি নন, কিন্তু মাওবাদী কমিউনিস্ট বিপ্লবীদের নেতৃত্বে ভারতের আদিবাসী ও নিপীড়িত কৃষকের মুক্তি আন্দোলনের জোরালো সমর্থক। তিনি মাওবাদীদের ঘাঁটি অঞ্চল ‘দণ্ডকারণ্য’ সফর করেছেন। সেই সফরের ভিত্তিতে লিখেছেন, ‘মাওবাদী কমরেডদের সাথে অরণ্যে’ সেই প্রতিবেদনের অংশবিশেষÑ ‘আমি গিয়েছি, থেকেছি তাদের মাঝে, অনেক সময় নিয়ে হেঁটেছি তাদের সাথে।… … বলেছি, সশস্ত্র সংগ্রামের পয়লা শিকার হবে নারীরা। কিন্তু যখন অরণ্যে ঢুকলাম, দেখেছিÑ এর বিপরীতটাই সত্য। দেখলাম সশস্ত্র ক্যাডারদের অর্ধেকই মহিলা।’ ‘পুঁজিবাদ : এক ভৌতিক কাহিনী’র মূল ইংরেজি ভাষ্য ভারতের ‘আউটলুক’ ম্যাগাজিনে প্রকাশিত হয় মার্চ ২৬, ২০১২-এ। এর বাংলা অনুবাদ প্রকাশ করে ‘নিউ হোরোইজন বুক ট্রাস্ট’, ৫৭/১ পটুয়াটোলা লেন, কলকাতা ৭০০০০৯। বাংলাদেশে পাঠকদের উদ্দেশ্যে প্রকাশের জন্য তাদের প্রতিনিধি নির্ঝর মণ্ডল ফোন আলাপের মাধ্যমে অনুমোদন করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। এখানে প্রকাশ করার লক্ষ্যে এখানকার ভাষার সাথে সামঞ্জস্য বিধানের জন্য কিছু ভাষাগত সম্পাদনা করা হয়েছে। আশা করি এখানকার পাঠক সমাজ এই লেখার মাধ্যমে আরো ভালোভাবে অরুন্ধতী রায় ও তার সাহিত্যের সাথে পরিচিত হবেন।
Title
পুঁজিবাদ : এক ভৌতিক কাহিনী (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)
বুকারজয়ী ঔপন্যাসিক, রাজনৈতিক লেখক, মানবাধিকারকর্মী ও মাঠপর্যায়ের অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের আলাপচারিতার সংকলন দানবের রূপরেখা। আলাপচারিতার সময়টা খুবই গুরুত্বপূর্ণ-২০০১-২০০৮। এর মধ্যে নির্ণীত হয়েছে বিশ্বব্যবস্থার নতুন রূপ, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তিমানুষ প্রত্যেকেই প্রভাবিত হয়েছে নতুন ব্যবস্থায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পরিপ্রেক্ষিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা, আফগানিস্তান দখল, ইরাক যুদ্ধের সূচনার পাশাপাশি করপোরেট বিশ্বায়নের বিস্তার ঘটেছে। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে খ্যাত ভারতে হিন্দুত্ববাদের উত্থান, কৃষি, খনিজ ও প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের অধিকার হারানো, অহিংস আন্দোলনের কার্যকারিতা হারিয়ে সশস্ত্র প্রতিরোধের বিস্তারও এ সময়ের ঘটনা। এই প্রসঙ্গগুলো নিয়েই কথা বলেছেন অরুন্ধতী রায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপে বর্ণবাদ ও ভারতে হিন্দু ফ্যাসিজমের পুনরুত্থান, পৃথিবীর অপরাপর দেশজুড়ে দুঃশাসন ও কর্র্তৃত্বপরায়ণতা, পরিবেশ বিপর্যয়, সাধারণ মানুষের অধিকার হ্রাস, নারীর ওপর সহিংসতা বৃদ্ধি-বর্তমান বিশ্বের এই প্রবণতাগুলোও উঠে এসেছে এই আলাপচারিতায়। তাঁর সাহস, বক্তব্যের তীক্ষ্ণতা ও তীব্রতা আপনাকে ক্ষুব্ধ, উদ্বুদ্ধ আর আগ্রহী করে তুলবে।