মানুষের সমাজে যখন থেকে দাসপ্রথা চালু হয়েছে তখন থেকেই দাসত্বে নিপতিত মানুষেরা নানাভাবে বিদ্রোহ করেছে। সেই প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত প্রাচীন গ্রীস, রোম, চীন, মিশর থেকে শুরু করে পরবর্তীকালে মধ্যপ্রাচ্য ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে বিদ্রোহ হয়েছে এজন্য যে, দাসত্বকে তারা মেনে নিতে পারেনি। দাসদের মানুষের মর্যাদা ছিল না। দাসত্ব ছিল অমানবিক, নিষ্ঠুর ও নিপীড়নমূলক। তাই তারা বিদ্রোহী হয়ে সর্বশক্তি দিয়ে অসুর শক্তির সাথে লড়াই করেছে। জীবন দিয়েছে। প্রাচীন গ্রীসে মেসেনিয়ান ও প্রাচীন রোমে সিসিলিয়ান দাসবিদ্রোহ প্রথম চমকে দিয়েছিল সবাইকে। দাস মানুষেরা দাসপ্রথার নিগড় থেকে বেরিয়ে এসে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। এই বিদ্রোহের সিরিজে রোমে স্পার্টাকাসের নেতৃত্বে দাসবিদ্রোহ ইতিহাসে চমক সৃষ্টিকারী ঘটনা। প্রাচীন চীনে ‘লাল ভ্রুর বিদ্রোহ’ ও ‘হলুদ পট্টির বিদ্রোহ’ দাস ও নিপীড়িত মানুষের সাহসিকতায় ভরপুর। মধ্যযুগে মধ্যপ্রাচ্যে জাঞ্জ দাসদের বিদ্রোহ আরেক অসম সাহসী লড়াই। এই ধারাবাহিকতায় আমেরিকা মহাদেশে নিগ্রো দাসদের অসংখ্য বিদ্রোহ এরই সাক্ষ্য বহন করে। হাজারো সাহসী বিদ্রোহী দাসের রক্তে ভেজা এই কাহিনী লেখক তার অনবদ্য এই রচনায় পাঠকের কাছে তুলে ধরেছেন। বিদ্রোহের এই কাহিনী যুগে যুগে যেমন পৃথিবীতে নিপীড়িত মানুষকে বিদ্রোহমনস্ক হতে অনুপ্রাণিত করেছে, তেমনি বর্তমান ও ভবিষ্যতের মানুষকেও উজ্জীবিত করবে নিশ্চয়।
"সিরাজ উদ্দিন সাথী ভিন্নমাত্রার একজন লেখক ও গবেষক। তাঁর লেখার বিষয়বস্তু প্রকৃতি, মানুষ ও মানুষের ইতিহাস। বাংলা ইংরেজিতে প্রাঞ্জল ভাষায় তাঁর লেখায় থাকে অনেক নতুন তথ্য, অজানা বিস্ময়! তাঁর লেখায়, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতি বিমূর্ত রূপ পায়। তাঁর লেখা নিয়ে প্রথম বই নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত ""বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য""। তাঁর লেখা বইয়ের সংখ্যা ত্রিশ। এর মধ্যে রয়েছে উপন্যাস ও ভ্রমণ কাহিনীও। রয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে অনবদ্য দুইটি বই- বাংলাদেশের আমলাতন্ত্র ও আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর। রয়েছে বাংলায় দাসপ্রথা ও কালো অর্থনীতি নিয়ে প্রথম প্রকাশিত বই- দাস প্রথা, দাস বিদ্রোহের কথা, :বাংলাদেশের অর্থনীতির কালোজগৎ। উপন্যাস শীতলক্ষ্যার লাশ ও করোনাকালের দিবা-রাত্রি। জীবনীগ্রন্থ সক্রেটিস, Grameen Bank: The Struggle of Dr. Muhammad Yunus. অনুবাদ গ্রন্থ- স্টিফেন হকিংয়ের গ্র্যান্ড ডিজাইন এবং বাংলাদেশে মিলিটারি ক্যু। সর্বশেষ গ্রন্থ "" শিমুল পলাশের জীবন আমার। "