"ছহীহ কিতাবুদ দো’আ" বইটির সম্পর্কে কিছু কথা: সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বল আলামীনের জন্য। অনাবিল শান্তি বর্ষিত হােক নবী করীম (ছাঃ)-এর উপর। অতঃপর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম সংকলিত ছহীহ কিতাবুদ দো'আ' বইটি প্রকাশ করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। বিগত ২০০৫ সালের ২২শে ফেব্রুয়ারী গভীর রাত্রিতে সরকারী সন্ত্রাসের শিকার হয়ে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা'আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সাথে কারাবন্দী হন সেক্রেটারী জেনারেল অধ্যাপক মুহাম্মদ নূরুল ইসলাম। কারাগারের অন্ধকার কুঠরিতে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ আর মুক্তির প্রহর গুণতে গুণতে কেটে যায় ৫০২ দিন। এই দীর্ঘ অবসর কাজে লাগিয়ে তিনি সচরাচর পঠিত দো'আ সমূহ বিভিন্ন বই থেকে নিয়ে খাতায় লিখে সংরক্ষণ করে রাখতেন। যা পরে বেশ বড় আকার ধারণ করে। ২০০৬ সালের ৯ই জুলাই রবিবার কারামুক্তি লাভের পর তিনি এ সকল দো'আ বই আকারে প্রকাশের সিদ্ধান্ত নেন। অতঃপর বেশকিছু সংযােজন-বিয়ােজনের পর বইটি ছহীহ কিতাবুদ দো'আ' নামে ২০০৭ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে লেখকের একান্ত ইচ্ছা এবং পাঠক চাহিদার প্রেক্ষিতে ‘হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’ বইটি প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আশা করি বইটি পাঠকের প্রয়ােজনীয় চাহিদা মেটাতে সক্ষম হবে।