"হযরত আদম হাওয়া (আঃ)" বইটির 'লেখকের অভিমত' অংশ থেকে নেয়াঃ মানব জাতির আদি পিতামাতা হযরত আদম ও হাওয়া (আ)। গােটা বিশ্বের মানবকুল তাঁদেরই বংশধর। তাদের জীবনাদর্শ মানবগােষ্ঠির জন্য পাথেয়। তাদের জীবনে চড়াইউতরাইয়ের অনেক ঘটনা ঘটেছে, তাঁরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তাঁদের সমস্যাগুলাের সমাধান প্রক্রিয়া কোরআন-হাদীসে বিশেষভাবে আলােচিত হয়েছে। সাথে সাথে আদম ও হাওয়া (আ) তথা মানবজাতির চিরশত্রু ইবলিস শয়তান কোন প্রক্রিয়ায় প্রতারণা ও ধােকা দিয়ে বনী আদমকে নরকের দিকে ঠেলে দিয়েছে, তা প্রত্যেকটি মানব সন্তানের জানা প্রয়ােজন, যাতে করে শয়তানের গতিবিধি ও শত্রুতার ধারা অবগত হয়ে সতর্কতা অবলম্বন করা যায়। আর শত্রুতা থেকে আত্মরক্ষা করতে হলে তার গতিবিধি সম্বন্ধে ওয়াকিফহাল হওয়া অপরিহার্য। হযরত আদম ও হাওয়া (আ)-এর জীবনাদর্শ অবহিত হওয়ার মধ্যে নিহিত রয়েছে আমাদের জন্য কল্যাণ। আর শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য সদাসর্বদা সতর্ক থাকার লক্ষ্য সামনে রেখে অত্র গ্রন্থখানা অতি সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করবার এই ক্ষুদ্র প্রয়াস। গ্রন্থখানা নির্ভুল ভাষায় রচনা করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।