জ্ঞান-বিজ্ঞান, দর্শনের সাথে জীবনবোধ সমন্বিত করে মনুষ্য জীবনে শুখ চেতনার বিকাশ প্রশস্ত ও প্রসারিত করাই সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে বলে লেখক মনে করেন। তিনি সাহিত্যের ছাত্র নন। তবে নানাবিধ বাধা-বিপত্তি, দারিদ্র্য,সংঘাত, সংগ্রামের মধ্য দিয়ে জীবনকে তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন। তাঁর এ কাব্যগ্রন্থটি একাডেমিক শিক্ষালব্ধ নয়, বরং গভীর জীবনবোধ থেকে উৎসারিত। লেখক মনুষ্য জীবনের বিভিন্ন প্রবঞ্চকে নিবিড়ভাবে বোঝার চেষ্টা করেছেন, বিশ্লেষণ করেছেন এবং পাশাপাশি নিজের স্বপ্ন ও একান্ত ভাবনাগুলোকে সংযুক্ত করে কবিতাগুলোকে মননশীল ও সৃজনশীল রচনায় পরিণত করতে চেয়েছেন। এ কাব্যগ্রন্থটি গতানুগতিক কাব্যধারায় ক্লান্ত কাব্যানুরাগীদের চিন্তার জগতকে নতুনভাবে আলোড়িত করবে এমনটিই আমার বিশ্বাস।
সূচিপত্র * তোকে একটা আকাশ দিলাম * বাঙলাকে ভালোবেসে * আমার গ্রাম, আমার নিঃশ্বাস * কবিতারা খুব কষ্টে আছে * শিরোনামহীন কবিতা * তবুও কলমে উঠে আসে * ডবু দিও না, উঠে এসো * হাতছানি নয়, হাতখানি দিও * ভালোবাসি, ভালোবাসি * নিন্দুকের গান * বহুবাদের বহুব্রীহি * পথিক, একুটু দাঁড়াও * নবজাতক মহাবিদ্যালয় * প্রভঞ্জনের ধূলি হবো * তুই আর কতটুকু পারিস? * কিছু ব্যবধান থাকা ভালো * স্বপ্নের গন্ধ * ভালোবাসার গাঙচিল আর ঘরে ফেরে না * আমার অনুশোচনা তোমাদের দান * প্রেম * প্যারাডক্স * দশমাতৃক বিরোধ * পৃথিবীতের বন্ধুক থাকবে * এ শহরের এক গলিতে একদিন * কবিতার কাছে আশ্রয় * তবুও জেগে থাকে ধ্রুবতারা * আমি তৃতীয় বিশ্বের মানুষ * এখনো ঘণ্টা বাজেনি * এখনো দেখি টিয়া পাখি * আশ্রিত প্রেম, দণ্ডিত প্রেমিক * একটি কবিতা লিখে যাবো * বালিকার বেশে ভালোবাসা এসেছে * আগুন ও জলে নেমে এসো * প্রেমে আরোহন * ভালোবাসার জন্ম যেখানে * তখনো আমার স্বপ্ন ছিলো * কণ্ঠেই তুমি বেশি বাজো * সময়ে সব বদলায় * মানুষ * তুমি প্রেম নিয়ে এসো না * বাম চোখে দেখো * কিছুই থাকে না * জলের আগুন জলে নেভে না * পথ ও পথিক * ভালোবেসে হাসতে শেখাও * অতীতের তীর ধরে হাঁটছি * আজ ভালোবাসা বিক্রি হবে * আমি নিন্দিত বলেই * অভাব * সাম্যবাদকে ছুঁড়ে ফেলে দাও * দৃষ্টির দর্শন * আমি কখনো ঘুমোইনি * তোমার জলবায়ু * সুখ না ভ্রান্ত স্বপ্নের অসুখ? * জীবনের অমৃত * আমাদের স্নেহ, আমাদের ভালোবাসা * গণতন্ত্রের মুখোশে স্বৈরাচার * অন্তঃপুরের গল্প শুনি * পরিবর্তনের শিল্পী না প্রেমিক * আমরা কি ভালোবাসতাম? * বৃদ্ধকে ডেকে জানতে ইচ্ছে করে * নিজের স্বপ্নে দেখা নিজের পথ * জাতীয় খেলা হা-ডু-ডু * এমন করে টানছো কেনো? * সিগারেট * চরম দুঃসময়
লেখক পরিচিতি ৬ আগস্ট ১৯৮১ (২২ শ্রাবণ ১৩৮৮) সালে চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি গ্রামের জন্ম গ্রহণ করেন। তিনি হাফিজুর রহমান এবং মাহমুদা খাতুনের দুই সন্তানে মধ্যে কনিষ্ঠ। জীবনের প্রথম উনিশটি বছর কেটেছে গ্রামের আলো, বাতাস, শ্যামল প্রকৃতি মাঝে। চুয়াডাঙ্গা ভি, জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এসএসসি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ১৯৯৯ সালে বিজ্ঞান শাখায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ছাত্রজীবন থেকেই আপন খেয়ালে লেখালেখির শুরু। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ।