লোকজ সংস্কৃতি বিষয়ক দেশব্যাপী বিস্তৃত তথ্যসমৃদ্ধ উপাদান নিয়ে বাংলা একাডেমী থেকে প্রকাশিত হলো, বাংলা একাডেমী বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা। বাংলাদেশের ফোকলোর চর্চার ক্ষেত্রে এখন পর্যন্ত বিজ্ঞানভিত্তিক আলোচনা না হওয়ায় প্রাথমিক পর্যায়ের যে-কাজ - Genre চিহ্নিতকরণ ও তার বিশ্লেষণ করা হয়নি। 'লোকসাহিত্য' বলেই ফোকলোরের সব উপাদানকে চালিয়ে দেওয়ার একটি ধরতাই প্রবণতা দেখা যায়। সেই অবস্থা থেকে বাংলা একাডেমী Genre চিহ্নিতকরণ ও বিশ্লেষণের (genre identification and analysis) মাধ্যমে বাংলাদেশের ফোকলোরের প্রাথমিক বিজ্ঞানভিত্তিক গবেষণার পদ্ধতিটি নিশ্চিত করে পরবর্তীকালে অন্যান্য স্তর যথাক্রমে পটভূমি (context-big sering, small setting), পরিবেশনা (performance), অর্থানুসন্ধান (meaning), কাজ (function) ইত্যাদি প্যারাডাইম অনুসরণ ফোকলোর আলোচনাকে পরিপূর্ণভাবে বিজ্ঞানভিত্তিকতার উপর দাঁড় করাতে চায়। গ্রন্থমালার এই খণ্ডে বর্তমান মেহেরপুর জেলার লোকজ সংস্কৃতির বিশদ পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে মেহেরপুরের সমৃদ্ধ ফোকলোর উপাদান সমূহকে Genre ভিত্তিকভাবে সাজানো হয়েছে।
Title
বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা - মেহেরপুর
আমিনুর রহমান সুলতানের জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৬৪, ময়মনসিংহ জেলার কাঁচামাটিয়ার কাদাজল বিধৌত ঈশ্বরগঞ্জের খৈরাটি গ্রামে। বাবা: নাট্যাভিনেতা আজিজুর রহমান (প্রয়াত) মা: খােদেজা খাতুন। পেশা: উপপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা। তাঁর প্রকাশিত শিশুতােষ গ্রন্থ: সিজন ও মাহির প্রভাত ফেরি (গল্প), সকালবেলার পাখি (গল্প), ছােটদের বঙ্গবন্ধু (জীবনী), সােমেন চন্দের ছেলেবেলা (জীবনী), বাড়ির নাম ৩২ নম্বর (প্রবন্ধ), ভাষা আন্দোলনের কিশাের ইতিহাস (প্রবন্ধ)। প্রকাশিত কাব্যগ্রন্থ: জলের সিঁড়িতে পা, পানসি যাবে না সাঁতার যাবে, সাধুর কর, লােকগল্পের কবিতা প্রভৃতি। গবেষণা ও প্রবন্ধগ্রন্থ: বাংলাদেশের কবিতা ও উপন্যাস: মুক্তিযুদ্ধের চেতনা, শালিহর গণহত্যা। পুরস্কার ও সম্মাননা: ময়মনসিংহ প্রেসক্লাব সাহিত্য পুরস্কার ২০১২, হাসান হাফিজুর রহমান সাময়িকী পুরস্কার ২০১১, কবিতা সংক্রান্তি সম্মাননা ২০০৭।