প্রকাশকের কথা আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত : রাসূল (সা.) বলেন, “ইহুদীরা ৭১ অথবা ৭২ ফেরকায় (দলে) বিভক্ত হয়েছিল এবং খ্রিষ্টানরাও অনুরূপ ফেরকায় বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ ফেরকায়।” [জামে আত তিরমিজি, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ৪র্থ খ-, হাদীস নং-২৫৭৭; ইসলামিক ফাউন্ডেশন, ৫ম খ-, হাদীস নং-২৬৪২; মুসনাদে হাম্বাল, ৩য় খ-, পৃ-১৪; মুসতাদরাক হাকেম, ৩য় খ-, পৃ-১০৯] রাসূল (সা.) আরও বলেন : “অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে পড়বে। তন্মধ্যে মাত্র একটি দল হবে নাজাতপ্রাপ্ত ও জান্নাতী। তা ছাড়া সবগুলো জামায়াত জাহান্নামী।” উন্মুক্ত চিন্তা-চেতনা, উত্তম যুক্তি-তর্ক এবং পক্ষপাতহীন নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে ‘হক’ ও ‘বাতিল’-এর অনুসন্ধান প্রয়োজন। মাজহাবগত অন্ধ-বিশ্বাসমুক্ত মানসিকতা নিয়ে এ লেখাটি পড়লে তা মনের ওপর বোঝা না হয়ে সত্যপ্রাপ্তির দিশা দেবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। মহান আল্লাহর নিকট আকুল প্রার্থনা এই যে, এ বইটি পাঠ করে বাংলা ভাষাভাষী পাঠকেরা যেন মাজহাবগত বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে সত্যাশ্রয়ী হতে পারে। এই হেদায়েতের বিনিময়ে তিনি যেন নিদানকালে আমাদেরকে জান্নাতের সু-উচ্চ আসন দান করেন। আমিন! -প্রকাশক