"আমার দেখা ব্যর্থ সেনা অভ্যুত্থান ‘৯৬" বইটি সম্পর্কে কিছু কথা: বহুল আলােচিত এবং বহু অবিস্মরণীয় ও নজীরবিহীন ঘটনার বছর হিসেবে। চিহ্নিত ‘৯৬-এর ঘটনাপঞ্জির মধ্যে ২০ মে’র ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা। নানা কারণে বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তৎকালীন ‘ডিজি, ডিজিএফআই হিসেবে পদাধিকার ও নিযুক্তি বলে । আমি এ ঘটনার সাথে ওতপ্রােতভাবে। জড়িত ছিলাম। অন্য কথায় বলা চলে। ২০-মের ঘটনাপ্রবাহের আমি একজন প্রত্যক্ষদর্শী ও নীরব সাক্ষী। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত নানাবিধ তথ্য, প্রতিবেদন, ক্যাসেট ও প্রামাণ্য । দলিলপত্র ছাড়াও ঘটনা-উত্তরকালে। তদন্ত আদালত এবং ঘটনার সাথে । সংশ্লিষ্ট অফিসারদের অনেকের সাথেই এ বিষয়ে মত বিনিময় এবং বিস্তারিত আলাপ-আলােচনাক্রমে এই পুস্তকের জন্য আমি খুঁটিনাটি অথচ বিশদ এবং অতীব প্রয়ােজনীয় ও গুরুত্বপূর্ণ উপকরণ ও প্রমাণাদি সংগ্রহ করতে সমর্থ হয়েছি। নিজে যা শুনেছি, দেখেছি। এবং সত্য বলে জেনেছি- এমন সব। তথ্যাদিকেই শুধু আমি আমার এ । পুস্তকের বিষয়বস্তু হিসেবে সন্নিবেশিত করেছি। ২০-মের সংঘটিত ঘটনাপ্রবাহের ওপর লিখিত নানা কল্পকাহিনী, বিভিন্ন সময়। বিভিন্নজনের মনগড়া ও উদ্দেশ্যপ্রণােদিত অথচ পরস্পরবিরােধী লেখা ও বক্তব্য জনমনে বহুবিধ প্রশ্ন ও জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। তাই । বিলম্বে হলেও সেসবের অবসান ঘটানাের লক্ষ্যে ২০-মে '৯৬। সেনাবাহিনীতে আসলে কী ঘটেছিল, তার বাস্তব চিত্র জনসমক্ষে তুলে ধরার মানসেই আমার এ ক্ষুদ্র প্রয়াস ও প্রচেষ্টা।