বইয়ের ফ্ল্যাপের লেখা অবিভক্ত ভারতের পূর্বাঞ্চলের এই নিম্নাঞ্চলে। বসবাসরত মানুষগুলাে হিন্দু ব্রাহ্মণ্যবাদের বলি। এরা এখন ধীরে ধীরে শিক্ষা-দীক্ষা, রাজনীতি ও সাহিত্য সংস্কৃতিতে বিশেষ একটা স্থান করে নিচ্ছে। এখানে একসময় লােক বসতি ছিল না ইতিহাসের কোন দূর অতীতে। এখানে ছিল বিশাল নদীপ্রবাহ। কালক্রমে নদী ভরাট হয়। আর তথাকথিত হিন্দু ব্রাহ্মণ্যবাদের চাপে, অবহেলায় এ অঞ্চলে এরা এসে মাথা গোঁজে। সেই বঞ্চনার ইতিহাস, সেই দূর অন্ধকার অতীত আর আজকের ওখানের কৃষিজীবী জীবনের দারিদ্র ক্লিষ্ট গুণাই, মদন, রেবা ও মা। গুণাই দারিদ্রের কারণে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি। কিন্তু সে কিষাণ হয়েও শিক্ষিত। ওর ছিল স্বপ্ন... অফুরন্ত স্বপ্ন। দিন বদলের স্বপ্ন। সেই স্বপ্নের দোসর এক আশ্রমবাসী দাদু যে ধর্মীয় গতানুগতিকতার উর্ধে। আর জুটল গুণাইর আবাল্য বন্ধু অপু। যে বিশ্ববিদ্যালয়-ফেরৎ এক উচ্চশিক্ষিত স্বাপ্নিক যুবক। ধনীর সন্তান ওদের কর্মযজ্ঞে এসে শরীক হল শহরবাসী উচ্চশিক্ষিতা দীপা। অপুর বন্ধু কী হবে অপুর, দীপার? ওদের স্বপ্ন পূরণের? মাদারীপুরের নিম্নাঞ্চলের আঞ্চলিক জীবন উপাখ্যান, বর্ণভেদ ও তাঁর উত্তরণ নিয়েই ও ধরিত্রী ও মানুষ।