’দি অটোমান সেঞ্চুরিস' বইয়ের ফ্ল্যাপের লেখা ৩টি মহাদেশ বিস্তৃত অটোমান সাম্রাজ্যের ৬০০ বৎসরের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলির এক প্রামাণ্য দলিল অটোমান সেঞ্চুরিস। সে সময়কার অটোমান রাজবংশের শৌর্যবীর্যের নিকট বনেদী ইউরােপিয়ান রাজবংশগুলাে ছিল খুবই মলিন । প্রথমদিকে অত্যন্ত সফল এই রাজবংশের পরবর্তী উত্তরাধিকারীরা ছিলেন অলস, একগুঁয়ে ও বদমেজাজী—চলতেন নিজেদের ইচ্ছামত । এভাবে এক সময় তারা নিজেদেরকে হারেমের মধ্যেই আবদ্ধ করে ফেলে এবং বহির্বিশ্বে কি ঘটছে সে ব্যাপারে থাকে চরম উদাসীন। সময়ের আবর্তনে অটোমান সিংহাসনের উত্তরাধিকারী হওয়া নিয়ে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র আর অন্যদিকে বিশ্বের অপর অংশে অমুসলিম আগ্রাসন চাঙ্গা হতে থাকে। এক সময় এই বিশাল সাম্রাজ্যের পতন হয় । লেখক বইটি লিখতে অটোমান সম্পর্কে প্রচুর পড়াশােনার পাশাপাশি নিজে ভ্রমণ করেছেন তরস্ক ও বলকান অঞ্চল । লেখক তার বইটিতে ফুটিয়ে তুলেছেন অটোমানদের ৬০০ বৎসরের ইতিহাস ও ঐতিহ্য এবং কীভাবে এ বিশাল সাম্রাজ্যের পতন ঘটল তার এক অসামান্য দলিল অটোমান সেঞ্চুরিস। শিক্ষাজীবনে এবং ব্যক্তিজীবনে যারা পাঠ্য হিসাবে অটোমান কিংবা বাইজেন্টাইন ইতিহাস পড়েননি তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি অসাধারণ বই; যা পড়ে অটোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলাে সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যাবে ।
Title
দি অটোমান সেঞ্চুরিস : দ্য রাইজ অ্যান্ড ফল অব দ্য তার্কিশ এম্পায়ার