স্বপ্ননীল একটি হরর (Horror) উপন্যাস। আমি তখন বিদেশে, জুমার নামাজ পড়ে এসে দুপুরের খাবার খাওয়ার পর বিশ্রাম করার লক্ষ্যে বিছানায় গতর এলিয়ে শুয়েছি। ঘুমের ঘােরে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সুন্দরী এক মেয়ে আমার থেকে সামান্য দূরে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। স্বপ্নে অনেকেই হয়তাে সুন্দরী সুন্দরী মেয়ে দেখেন, এ আবার নতুন কি? কিন্তু আমার স্বপ্নে ভিন্নতা ছিল বলেই স্বপ্নটি মনে দাগ কাটতে সক্ষম হয়েছিল। স্বপ্নে আমি যে মেয়েকে দেখেছি, সে ছিল অতিশয় সুন্দরী। তার চোখ ছিল নীল, দৃষ্টি ছিল তীক্ষ্ণ, তার চাহনি যেন ভিন্ন কোনাে সংকেতই দেয়। আমার দিকে তাকাতেই আমি ভীষম খেলাম। আমার শরীর শিউরে উঠল। তারপর স্বপ্নে আমি স্বস্থান ত্যাগ করতে চাইলাম। মেয়েটিকে পেছন ফেলে ঘুরে সামনে তাকাতেই ফের মেয়েটিকে দেখতে পেলাম! স্বপ্নের ভেতরেই আমি আতংকিত ও ভীষণ অস্বস্তি বােধ করতে শুরু করলাম। যেই দিকে তাকাচ্ছি, সেই দিকেই মেয়েটিকে দেখতে পাচ্ছি। তীর্যক দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে অপলক চাহনিতে। আমার ভেতর শুকিয়ে যাচ্ছে। অস্থিরতা আমাকে নাড়িয়ে দিচ্ছে। এক বুক পিপাসা নিয়ে এক সময় আমার নিদ্রা ভঙ্গ হলাে। জেগে উঠার পর প্রায় ঘণ্টাখানিক বসে বসে ভেবেছি, এটা কি রকম স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের মানে কি? কোনাে উত্তর খোঁজে পাই নি! সুখকর ও ভয়ংকর মিলিয়ে প্রত্যেক মানুষই তার জীবনে নানা রকম স্বপ্ন দেখে, আমিও তার ব্যতিক্রম নই। কখনাে কোনাে স্বপ্নকে নিয়ে আমি এতখানি ভাবাপন্ন হইনি যতখানি হয়েছিলাম এই স্বপ্নটি দেখার পর।