বই সংক্ষেপঃ কেবল কবি হওয়ার জন্য নয় বরং যারা কবিতার বিষকামড়ে তাড়িত হন প্রতিনিয়ত, যারা মানুষের ঘুমিয়ে পড়া চেতনার দরজায় কাঠঠোকরার মত ঠক্ ঠক্ কড়া নাড়ে, যারা কবিতার হাতুড়ি দিয়ে মেঘ ভেঙে বের করে আনে রোদ্দুর, প্রচলিত চিন্তাধারার বাইরে এসে যারা পৃথিবী বদলে দেয়ার সাহস দেখায়, যারা মানুষকে দাঁড় করিয়ে দেয় ঈশ্বর আঁকা- এক অপার্থিব আয়নার সামনে । কবিতার প্রতি ভালবাসায় প্রতিশ্রুতিবদ্ধ এমনই একজন শ্রাবণ মুদ্রিত ভেজা কাক, শ্মশানের শেষ জন- শব্দশ্রমিক কবির ঐন্দ্রজালিক ভাবনার বিমূর্ত প্রচ্ছদ ।
সূ চি প ত্র * বিভ্রান্ত ঈশ্বর * জন্ম মৃত্যু বিয়ে * মেয়ে তুমি জাগো * শরবিদ্ধ হরিণীর মায়াবী চোখ * যৌতুক * অভিমান করার মত কেউ নেই * একটা কথা * বিয়ের প্রস্তাব * বিয়ের কার্ড * পাচ্ছি আমি সুখ * সুখবাড়ির আর্কিটেক্ট * ফিরে আয় অনিন্দিতা * আমি বড্ড সেকেলে * প্রেম সুখ আত্মিক সুখ * প্রেমের প্রস্তাব * শ্লীলতাহানির আগমুহুর্তে * ফুল ফুটতে দাও * যাযাবর প্রজাপতি আজ রঙহীন * ঈশ্বর দেবতাদের সরাও * এফ এন এফের বাইরে * অনিতার সাথে আমার প্রেম ছিল ঠিকই * কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎপ্রার্থী একটি নদী * শ্রাদ্ধ আসরে পিতা পুত্র * অচেনা পাপে রক্তাক্ত আমি * জীবনের একতারা * সাদা বন্দুক * ফিরে যেতে দে * পরিবর্তন * কেউ একজন * ফিরিয়ে দে হারানো রোদ্দুর * একঝাঁক সযত্ন অসুখ * শালিকের ফ্ল্যাটে সাবলেট * কবিতার ভ্রুণ * লাল গোলাপ সম্পর্ক * তুমি বরং চিল হও * শুধু ছুটির দিনগুলোতে ভালবেসো * অমানুষের চেয়ে একটু ভালো * মার্ক জুকারবার্গকে * লাবণ্যরাও ভুলে যায় অমিতদের * বিলাসী কথা রাখেনি * নববধূকে লেখা চিঠি * একই দৃশ্যপটে তিনটি গল্প