"রাধারমণ গীতিমালা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ রাধারমণ দত্ত পুরকায়স্থ (১৮৩৪-১৯১৫) বাংলাদেশের জনপ্রিয় লােককবিদের মধ্যে অন্যতম প্রধান নাম। তাঁর মরমি গানের বাণী ও সুরের ঢেউ কেবল জন্মভূমি সিলেট অঞ্চলেই সীমাবদ্ধ নয়—সমগ্র বাংলাদেশ ও বাংলাভাষীদের মধ্যেও প্রবাহিত হচ্ছে। এই সাধক কবির সহস্রাধিক গানের এই সংকলনটি এক যুগ পূর্বে প্রকাশিত হয়ে আদরণীয় হয়েছিল। রাধারমণের গানের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এ কারণেই গবেষক, পাঠক ও সংগীত শিল্পীদের সঙ্গে নিবিড় যােগসূত্র স্থাপনের উদ্দেশ্যে। রাধারমণ গীতিমালা শীর্ষক রাধারমণের গানের এই বৃহৎ সংকলনের পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হলাে। এ গ্রন্থে রাধারমণের বংশলতিকা ও জীবনকথা, জীবনদর্শন ও তাঁর গীতিমালার সাহিত্যিক মূল্য প্রভৃতি সম্পর্কে প্রয়ােজনীয় পরিচিতি সন্নিবেশিত হয়েছে। সেই সাথে গ্রন্থের পরিশিষ্টে সংযােজিত হয়েছে গীতিমালায় ব্যবহৃত আঞ্চলিক ও পৌরাণিক শব্দের অর্থ ও টীকা, নমুনা হিসেবে দুটি গানের বাংলা স্বরলিপি ও তিনটি গানের ইংরেজি অনুবাদ। নিবেদিতপ্রাণ লােককবি রাধারমণ পুরকায়স্থের জীবন ও সংগীত সাধনার একটি বিস্তৃত পরিচিতি এ গ্রন্থে খুঁজে পাওয়া যাবে আশা করা যায়।
জন্ম : ৩০ জুন ১৯৫১, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে। পিতা : প্রয়াত রুদ্রেশ্বর শর্মা মাতা : প্রয়াতা সুশীলাময়ী শর্মা শিক্ষা ও কর্মজীবন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স সহ স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ। ১৯৭৪ সালে বর্তমান। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু। ১৯৭৬ সালে যােগ দেন সরকারি কলেজে। রাঙ্গামাটি সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, বৃন্দাবন। সরকারি কলেজ ও মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা করেছেন। ২০০৪ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ। মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি মেট্রোপলিটন ইউনির্ভাসিটির প্রফেসর পদে কর্মরত। পুরস্কার : শিক্ষা মন্ত্রণালয় আয়ােজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০০-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ। সাহিত্য পুরস্কার : বিএনএসএ সাহিত্য। পুরস্কার ১৯৯৬, মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য পুরস্কার ২০০১, রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার ২০০৪, ডা. এ রসুল সাহিত্য পুরস্কার ২০১৪।