"বাংলাদেশের নারীর অগ্রযাত্রা ও প্রতিবন্ধকতা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ বাংলাদেশের সংবিধানে নারীর জন্য প্রদত্ত সমানাধিকার বাস্তবায়নে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে দেশে ও দেশের বাইরে কর্মরত একজন নিষ্ঠাবান কর্মীমানুষের ভাবনাচিন্তার রং যেরকম হতে পারে, বাংলাদেশের নারীর অগ্রযাত্রা ও প্রতিবন্ধকতা’ নামধেয় গ্রন্থের সমুদয় টেক্সট সেই রঙেই বর্ণিল। সার্বক্ষণিক সক্রিয়তার জায়গা থেকে দেখা বলে টেক্সটজুড়ে নারী অধিকারের অনুকূলে গুরুত্বপূর্ণ অর্জনের বিপরীতে যেমন মূর্ত হয়ে উঠেছে সন্তুষ্টি, তেমনি অনার্জনের বিপরীতে লক্ষণীয় হয়ে উঠেছে ভবিষ্যৎ পথনির্দেশনা সুনির্দিষ্ট করবার প্রয়াস। উল্লেখযােগ্য যে, এ গ্রন্থভুক্ত টেক্সটের কোথাও কোনাে ক্লান্তি বা হতাশা নেই। জানা কথা যে, নারীর বিরুদ্ধে সমাজে বিদ্যমান বৈষম্য রাতারাতি দূরীভূত হবার নয়। দীর্ঘদিনে পুঞ্জীভূত বৈষম্যের দুর্বহ ভার নারীর কাঁধ থেকে নামাতে-কমাতে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক উদ্যোগের পাশাপাশি দরকার নীতিগত সিদ্ধান্ত। সংগত কারণেই এ গ্রন্থভুক্ত টেক্সটও তৃণমূল পর্যায়ের সমস্যা বিশ্লেষণ ও করণীয় নির্ধারণের পাশাপাশি নীতি-নির্ধারণী পর্যায়ে ভাবনা-চিন্তা যােগ করতে সমান মনােযােগী। তাতে মনে হয়, এ গ্রন্থ সকল পর্যায়ের পাঠকেরই সংশ্লিষ্ট বিষয়ের কৌতূহল নিবৃত্ত করতে সক্ষম হবে। গণমুখী রাজনীতিসম্পৃক্ততা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বাংলাদেশের নারী আন্দোলনের নেতৃস্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের কর্মঅভিজ্ঞতা গ্রন্থকারের চিন্তাকে যে সুসংহতি দিয়েছে, তা তাঁর উচ্চারণকে করে তুলেছে ঋজু, প্রগতিপন্থী ও স্পষ্ট।