আমাদের সমাজ-সংসারের মূল্যবোধ মূলত ধর্মীয় সংস্কৃতির ভিত্তির উপরে দাঁড়ানো। প্রচলিত ধর্ম বিশ্বাস এবং আচার-আচরণই আমাদের জীবন-যাত্রার সামাজিক মান নিয়ন্ত্রক। ধর্মীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করলে ধর্ম প্রকৃতপক্ষে কতটা নারী স্বাধীনতা দিয়েছে সেটি একটি বিতর্কিত বিষয়। ধর্মবাদীরা বলেন, ধর্ম নারী স্বাধীনতা দিয়েছে, উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষেরা যৌক্তিভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, ধর্ম প্রকৃতপক্ষে নারী স্বাধীনতা দেয়নি বরং স্থায়ীভাবে নারীকে শৃঙ্খলিত করেছে। বিয়ে ব্যবস্থাপনা প্রচলনের যে ইতিহাস জানা গেছে তাতে দেখা যায়, এ ব্যবস্থাপনার মূল নিয়ন্ত্রকও প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি। হাল আমলে বিয়ে ব্যবস্থাপনার সামান্য কিছু বিষয় আইন দ্বারা নিয়ন্ত্রীত হলেও এখনও এর সিংহ ভাগই নিয়ন্ত্রণ করে চলেছে প্রচলিত ধর্মীয় সংস্কৃতি। অতীত কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত-ধর্ম নিয়ন্ত্রীত এই বিবাহ ব্যবস্থাপনা প্রকৃতপক্ষে কতটুকু নারী অধিকার সংরক্ষণ করতে পেরেছে সেটিও একটি বিতর্কিত বিষয়। এখানেও ধর্মবাদী ও উদারবাদীদের যুক্তির মধ্যে বিস্তর ফারাক। বিবাহার্থী উপন্যাসটি মূলত একটি প্রবন্ধ-উপন্যাস। সমাজে বসবাসরত বিভিন্ন ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের বিবাহ-ব্যবস্থাপনার মাধ্যমে আসলে কতটুকু নারী অধিকার সংরক্ষিত হচ্ছে, বাস্তবতার নিরিখে সেটি তুলে ধরাই উপন্যাসটির মূল উপজীব্য। উপন্যাসটি পাঠকপ্রিয়তা পেলে তা সমাজের অনেক প্রচলিত সংস্কার দূরীকরণে সহায়ক হবে বলেই আমি মনে করি।
জীবনঘনিষ্ট ও গবেষণাধর্মী লেখক Dr. Nazmul Hassan একজন চিকিৎসক। তিনি পাবলিক হেলথ, পপুলেশনসাইন্স, এনজিও, ম্যানেজমেন্ট এবং আর্সেনিক বিষয়ে বালাদেশ ও অস্ট্রেলিয়া থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক হিসেবেই সমধিক পরিচিত। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২২টি। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার নিমিত্তে সরকার কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পাঁচটি গ্রন্থের লেখক ও সহ-লেখক। হঠাৎ অসুস্থতায় জরুরি চিকিৎসা এবং কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে লেখাগ্রন্থ বয়ঃসন্ধি লেখকের অন্যতম দুটি প্রকাশনা। পিতা শেখ আবদুল মজিদ মুক্তিযুদ্ধে নিখোঁজ, বড়ভাই জাহাঙ্গীর আলম আলফাডাঙ্গা থানার প্রথম মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মেঝো ভাই হুমায়ুন কবীর নৌকমান্ডো বাহিনীর কমান্ডার। লেখক মুক্তিযুদ্ধ পরবর্তী ভয়াবহ জীবনযুদ্ধের একজন প্রত্যক্ষ সৈনিক। জন্ম ১০ই জুন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের নন্দীগ্রামে।