“নির্ভুল বাংলা লিখতে হলে" বইটির ভূমিকা থেকে নেয়াঃ বাংলা ভাষা সুন্দর ও নির্ভুলভাবে ব্যবহার করা সকল বাংলা ভাষাভাষীর দায়িত্ব। আমরা যে মাতৃভাষাকে ভালবাসি তার প্রমাণ মিলে সযত্ন প্রয়ােগের মধ্যে। কিন্তু এ ব্যাপারে লেখক এবং বই ছাপার সঙ্গে সংশ্লিষ্ট লােকজন। অনেক সময় যথেষ্ট সচেতন থাকেন না বলে মুদ্রিত বইয়ে নানান রকম ভুলভ্রান্তি থেকে যায়। সেসব অনভিপ্রেত ভুলভ্রান্তি লেখক ও পাঠকের জন্য পীড়াদায়ক বিবেচিত হয়। ভাষার যথাযথ মর্যাদা দানের জন্য এবং লেখক। পাঠকের পরিতৃপ্তির জন্য বই ছাপা নির্ভুল করতে হবে। তবে এই নির্ভুল ছাপার কাজটি বেশ জটিল। বই ছাপার ব্যাপারে লেখক প্রকাশক সম্পাদক প্রুফরিডার প্রমুখ অনেকেই জড়িত। একজনের কোনাে ত্রুটি অন্যকে অপরাধী করে তুলে। সেজন্য সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ভুল বানানের নিয়ম জানতে হবে। কেন বানান ভুল হয় এবং কেমন করে নির্ভুল বানান লিখতে হবে তার নানামুখী আলােচনা ও। নমুনা এ বইয়ে দেখানাে হয়েছে। সচেতনতার সঙ্গে বিষয়গুলাে অনুধাবন করলে লেখার ভুল থেকে রেহাই পাওয়া যাবে। নির্ভুল লেখা খুব সহজ কাজ নয়। অনবরত তার চর্চা করতে হবে। সবসময় লেখায় সচেতন থাকতে হবে। তাছাড়া ভাষার পরিবর্তনও লক্ষ রাখতে হবে। বানানের বিষয়ে সচেতন থাকলেই ভাষা নির্ভুল করা সহজ হবে। একাজে বইটি সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।
কবি-কথাসাহিত্যিক, কলামিস্ট, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও গবেষক মাহবুবুল আলম ১৯৫৯ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি, কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন। হাইধন কান্দি গ্রামের সম্ভ্রান্ত মােল্লা পরিবারে জন্মগ্রহণ। করেন। বাবা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্বনামধন্য। শিক্ষক সাহেব আলী মাস্টার, মা বিদুষী গৃহিণী। রাবেয়া খাতুনের নয় সন্তানের মধ্যে মাহবুবুল আলম। তাদের ষষ্ঠ সন্তান এবং তিন ভাইয়ের মধ্যে মেঝ।। স্থানীয় ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় । থেকে প্রাথমিক শিক্ষা, পাঁচ পুকুরিয়া উচ্চ বিদ্যালয় । থেকে এস.এস.সি, নিমসার জুনাব আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তেজগাও কলেজ থেকে বি.এ ও এম.এ ডিগ্রি লাভ করেন। সত্তর দশকের গােড়ার দিক থেকে তিনি লেখালেখি শুরু করেন। সিলেট সমাচার, যুগভেরী, বাংলার। বার্তাসহ সমসাময়িক বিভিন্ন পক্রিকায় লেখালেখির। মাধ্যমে সাহিত্যচর্চার বিকাশ ঘটে। একই সাথে। প্রসূন সাহিত্যাঙ্গনের সম্পাদক হিসাবে। মৌলভীবাজারের সমসাময়িক সাহিত্যানুরাগীদের। মুখপাত্র সাহিত্যের কাগজ প্রসূন সম্পাদনা করেন।। বর্তমানে বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা ও। সাময়িকীতে নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ-নিবন্ধ,। কলাম লিখছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য তিনি কবিতাঙ্গন। এ্যাওয়ার্ড (২০০৭), পল্লীচিত্র এ্যাওয়ার্ড ২০০৭ এবং ড.মমিনুল হক একাডেমি ইউ.কে এ্যাওয়ার্ড (২০০৮), ভাষা প্রকাশ ও কাব্যমালঞ্জলি পুরস্কার। (২০১০) বিন্দুবিসর্গ সাহিত্য ও সংস্কৃতি সংসদ, গাইবান্ধা সম্মাননা-২০১১, জাতীয় কবিতা পরিষদ। বুর জেলা শাখা সম্মাননা-২০১১, সংশপ্তক বঙ্গবীর। ওসমানী পদক, অলইডিয়া চিলড্রেন লিটারারী। কষ্টতে উৎপল হােমরায় স্মৃতি পুরস্কার-২০১২। ও ভারতের পূর্ব মেদিনীপুরের কবি ও কবিতা পত্রিকা। সনা -২০১২, সাপ্তাহিক কালপুরুষ পত্রিকা। সমৰ২০১৩, ইংলা কবিতা উৎসব সম্মাননা২০১৩ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রজত ও বন গবেষণা গ্রহের জন্য।