কোরআন সপ্তম শতাব্দীর প্রথম ভাগে আরবিতে অবতীর্ণ এক অলৌকিক ঐশী মহাগ্রন্থ। মানুষের প্রতি সৃষ্টিকর্তা আল্লাহর এক অপার কৃপা ও অসীম অনুগ্রহ এটি । এর মাধ্যমে স্বয়ং আল্লাহ তাঁরই সৃষ্ট দৃশ্যমান জগত ও অদৃশ্য জগতের জ্ঞান মানুষকে অবহিত করেছেন। জ্ঞানের বিভিন্ন শাখাকে তিনি এর দ্বারা মানুষের জন্য উন্মোচিত করেছেন। আর মানুষকে সচেতন করেছেন স্রষ্টার সাথে সৃষ্ট জগতের জটিল আন্তঃসম্পর্কের বিষয়ে। কোরআনে আল্লাহ ঘোষণা করছেন এই মহাগ্রন্থ সমগ্র মানব জাতির জন্য। গোটা মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য গাইড হিসেবে তাদের সকলের কল্যাণার্থে। এর পূর্বে অবতীর্ণ ঐশী গ্রন্থসমূহের ধারবাহিকতায়। কোরআনের কথা ও কাহিনী শীর্ষক এই গ্রন্থে কোরআনের জ্ঞানের এই মহাসাগর থেকে তাৎপর্যপূর্ণ বিষয়সমূহ বোধগম্য সহজ বাংলায় পরিবেশিত হয়েছে। কোরআনের আয়াতের অমোঘ বাণীকে বাংলা উচ্চারণ ও অর্থসহ বিষয়ভিত্তিক সুবিন্যস্তরূপে উপস্থাপিত হয়েছে। গ্রন্থটির প্রথম ভাগে ছয়টি অধ্যায়ে কোরআন অবতীর্ণ হওয়ার বিশদ বর্ণনা থেকে শুরু করে বিশ্বজগতের স্রষ্টা ও মালিক আল্লাহ সম্পর্কে, পৃথিবীতে মানুষের জীবন, মানুষের পরকালের জীবন, নবী-রসূলগণ এবং মানুষের উদ্দেশে আল্লাহর অমোঘ বাণীসমূহ বর্ণিত হয়েছে। আর দ্বিতীয় ভাগে উপস্থাপিত হয়েছে কোরআনে বর্ণিত কাহিনীসমূহ। কোরআন পাঠ সম্পর্কে আল্লাহ বলেছেনÑ ‘পাঠ করো আস্তে আস্তে, বুঝে শুনে, গভীর মনোনিবেশ সহকারে’। অথচ আরবি ভাষার অর্থ না বোঝার জন্য বাংলা ভাষাভাষী যেসব পাঠক কোরআনের মর্ম বুঝতে পারেন না তাদের জন্য এই সংকলন অতি সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া কোরআনের বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ রয়েছে এমন সকল পাঠকের জন্যও এই বইটি সুপাঠ্য হবে নিশ্চয়ই।
"সিরাজ উদ্দিন সাথী ভিন্নমাত্রার একজন লেখক ও গবেষক। তাঁর লেখার বিষয়বস্তু প্রকৃতি, মানুষ ও মানুষের ইতিহাস। বাংলা ইংরেজিতে প্রাঞ্জল ভাষায় তাঁর লেখায় থাকে অনেক নতুন তথ্য, অজানা বিস্ময়! তাঁর লেখায়, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতি বিমূর্ত রূপ পায়। তাঁর লেখা নিয়ে প্রথম বই নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত ""বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য""। তাঁর লেখা বইয়ের সংখ্যা ত্রিশ। এর মধ্যে রয়েছে উপন্যাস ও ভ্রমণ কাহিনীও। রয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে অনবদ্য দুইটি বই- বাংলাদেশের আমলাতন্ত্র ও আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর। রয়েছে বাংলায় দাসপ্রথা ও কালো অর্থনীতি নিয়ে প্রথম প্রকাশিত বই- দাস প্রথা, দাস বিদ্রোহের কথা, :বাংলাদেশের অর্থনীতির কালোজগৎ। উপন্যাস শীতলক্ষ্যার লাশ ও করোনাকালের দিবা-রাত্রি। জীবনীগ্রন্থ সক্রেটিস, Grameen Bank: The Struggle of Dr. Muhammad Yunus. অনুবাদ গ্রন্থ- স্টিফেন হকিংয়ের গ্র্যান্ড ডিজাইন এবং বাংলাদেশে মিলিটারি ক্যু। সর্বশেষ গ্রন্থ "" শিমুল পলাশের জীবন আমার। "