ফ্ল্যাপে লেখা কথা ভালোবাসা শব্দটির খুব কাছাকাছি অর্থ হয়ত বিশেষ কোন মানুষের জন্য অনুভূতির অসীম স্ফূরণ, কিংবা এক ধরনের নিঃসীম মায়া! পৃথিবীর সবচেয়ে স্পষ্ট এই অনুভূতিটার সবচেয়ে অস্পষ্ট সংজ্ঞায়ন করে গেছেন কবি লেখকগণ। কখনও প্রিয়তার চোখে, কখনও মায়ের স্নিগ্ধ আঁচলে, বন্ধুর পথে বাড়ানো বন্ধুর হাতে কিংবা ছোট্ট ঘাস ফুলটাতেও খুঁজে পেয়েছেন ভালোবাসা! অথচ এই স্বর্গীয় অনুভূতিটা কে শুধু নারী পুরুষের কিছু আদিম অনুভূতির মাঝে বেঁধে ফেলার চেষ্টা করে প্রায়শই ভুল করি আমরা। ভালোবাসার এই বিশালতার বিচরণটুকুকে ডানা মেলাতে আন্তর্জালে মমতার বন্ধন গড়তে চেয়েছিল এক দল স্বাপ্নিক রোদ ফড়িং। ওরা গল্প বলার ছলে ছড়িয়ে দিতে চেয়েছিল রোজকার নিতান্তই সাধারণ ভালোবাসার গল্পগুলো! ওরা গল্প বলে, অন্তঃপুরের সেই ছোট্ট কিশোরের দেশকে ভালোবাসার গল্প, গলিঘুপচিতে চাপা পড়া নিশি কন্যার ধূসর ভালোবাসার গল্প, মায়ার শহরে অর্কের গল্প, কানা বেড়াল আর শুঁটকি মাছের খুনসুটি ভালোবাসার গল্প! ওরা রাশেদের গল্প বলে পথে বেড়ে ওঠা শিশুর কাছে, অনেক গুলো উষ্ণতা আর হৃদয়ের খুব কাছের গল্পটি শোনাতে ওরা ছুটে যায় উত্তারঞ্চলের শীতার্ত মানুষের মাঝে, জানে রঙ আর তুলির গল্পও! প্রতিষ্ঠা বার্ষিকীতে সুযোগ পেলেই হাজির হয়ে যায় সুবিধা বঞ্চিত শিশুদের চোখে ছড়িয়ে দিতে আরও একটু স্বপ্ন স্বপ্ন রঙ। স্বাপ্নিক এই রোদ ফড়িং এর দল স্বপ্ন দেখে স্বদেশের মানচিত্রটাকে মায়ার রঙে আঁকার, বিষাদ আর হতাশার গল্পগুলোকে ভালবাসার পাখি করার, মাতৃভাষায় সাহিত্য চর্চার শুরুটা হোক আন্তর্জাল থেকেই- এই কঠিন স্বপ্নটাও ওরা দেখে নির্ভয়ে! সেই স্বপ্নটার সবচেয়ে সুন্দর বাস্তবায়ন এই সংকলন, যোগ্যতার মাপকাঠিতে বাছ বিচারে নয় বরং আন্তরিকতার দাড়িপাল্লায় মেপে একটু একটু যত্ন করে সাজানো এই প্রয়াস আপনাদের ভাল লাগবে এই কামনাই করি।