ক্যারিয়ার বিষয়ক লেখায় ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন আরাফাত শাহরিয়ার। কয়েক বছর ধরে এ নিয়ে লিখেছেনও বিস্তর। মুখোমুখি হয়েছেন সফল মানুষদের। ক্যারিয়ার বিষয়ক লেখা এ পর্যন্ত মলাটবন্ধী হয়েছে তিনটি। এবারের বইমেলায় বের হয়েছে তরুণ এ সাংবাদিক ও লেখকের ‘ওপরে ওঠার সিঁড়ি’। ঐতিহ্য থেকে বের হওয়া এ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এর আগে প্রকাশিত লেখকের একই বিষয়ের বই ‘নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার’ ও ‘চাকরিই আপনাকে খুঁজবে’। বইটির বিষয়ে জানতে চাইলে লেখক বাংলানিউজকে বলেন, ক্যারিয়ার বিষয়ক এটি আমার তৃতীয় বই। কর্মক্ষেত্রে উন্নতির কার্যকরী সব দাওয়াই বাতলে দেওয়া হয়েছে এটাতে। চাকরির শুরুতে নানান ঝক্কি-ঝামেলা, পদোন্নতি লাভের উপায়, দক্ষতা, পেশাদারিত্ব, নেতৃত্ব ও টিমওয়ার্কের গুণ, বছর শেষে কাজের মূল্যায়নসহ কর্মক্ষেত্রের জন্য দরকারি সব লেখা দিয়ে সাজানো হয়েছে বইটি। বইয়ের ফ্ল্যাপ থেকে জানা যায়, লেখক আরাফাত শাহরিয়ারের জন্ম জামালপুর জেলার সরিষাবাড়ী। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণীতে পড়া অবস্থায় প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। কালের কণ্ঠের প্রতিদিনের শিক্ষা বিষয়ক পাতা ‘পড়ালেখা’, শিক্ষাবিষয়ক সাপ্তাহিক ক্রোড়পত্র ‘সিলেবাসে নেই’ ও ক্যারিয়ার বিষয়ক পাতা ‘বাতিঘর’-এর বিভাগীয় সম্পাদক তিনি।
শিশুসাহিত্যিক, গল্পকার, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ার। লেখালেখিতে হাতেখড়ি ইশকুলবেলায়। ছোটদের রাজ্য রঙিন করতে লিখছেন দুই যুগ ধরে। লিখেন বড়দের জন্যও। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য লিখছেন দুই দশকের বেশি সময় ধরে। শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখা ছাপা হয়। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণিতে পড়া অবস্থায় বেরোয় কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। প্রকাশিত গ্রন্থ ১২টি। দুটি শিশু-কিশোর গল্পগ্রন্থ, বেশিরভাগ গ্রন্থ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক। প্রকাশের অপেক্ষায় বেশ কয়েকটি গ্রন্থ। লেখকের জন্ম ৩০ জুন, জামালপুরের সরিষাবাড়িতে। সেখানেই কেটেছে দূরন্ত শৈশব-কৈশোর। বাবা আলহাজ্ব এম. এ. কুদ্দুস সরকার ছিলেন সরকারি কর্মকর্তা। মা আমিনা খাতুন পেয়েছেন ‘রত্নগর্ভা’ পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সাংবাদিকতায় উচ্চতর ডিপ্লোমা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে। বিশ্ববিদ্যালয় জীবনে বেছে নেন সাংবাদিকতা। কাজ করেছেন শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও কালের কণ্ঠে। সম্পাদনা করছেন দরকারি তথ্যভিত্তিক পোর্টাল ‘ইনফোপিডিয়া’। বর্তমানে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সহধর্মিনী মোহসিনা হোসাইন একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। অবসর কাটে বই পড়ে, সিনেমা দেখে। স্বপ্ন দেখেন এক নতুন বাংলাদেশের, যেখানে অপার সম্ভাবনা।