সাহিত্য ধারণ করে সময়কে; জীবন-মোম পোড়ানো আর্দ্র উত্তাপের কবিতা মুহুর্ত থেকে শতাব্দী, কাল-কালান্তর হয়ে দাগ কেটে যায় সময় বালির বুকে। উর্বর ভূমিতে সিক্ত শস্যদানার মতো কিছু কিছু কবিতা, কবিতার পদচিহ্ন শেকড়, ডালপালা ছড়িয়ে দীর্ঘস্থায়ী ঠাই করে নেয় সময়ের বুকে। কে কেমন রুপ ধারণ করবে, কে কেমন আঘাত হানবে, চিরস্থায়ী ক্ষত’র মত অগাধ, অমলিন হয়ে বাজবে অথবা বাজাবে, এর বিচার সময় করবে! আমরা বরং পড়ি এই পাঁচ কবির কবিতা, আবিষ্কার করি আরশি নগরের পড়শিরা কোন সুরে বাজাচ্ছেন তাদের বীণ। - পাঁচ কবির নির্বাচিত কবিতা সংকলন “নির্বাসিত জোছনা দল” এর মুখবন্ধে কাজী মামুন এভাবেই প্রকাশ করেছেন তার অভিব্যক্তি। গ্রন্থিত কবিতা নিয়ে তিনি বলেন, প্রতিটি কবিতাই যেন অন্তহীন এক মহাকাব্য’র অংশ বিশেষ; ছিন্নকথন। যে মহাকাব্য জীবনকে ঘিরে, সময়কে ঘিরে। প্রেম ও প্রকৃতিকে ঘিরে যে জীবন, নির্মল আনন্দ আর ব্যাথাতুর বিচ্ছেদের যে সময়। বস্তুগত পৃথিবীর বাইরে এসে কবিতায় অনুভূতিময় এক অন্তর্জগতের গল্প শোনাচ্ছেন যেন কবিরা। খোঁদাই শিল্পীর মতোসামান্যতে খূড়ে খূড়ে অসামান্যকে বের করে আনার আপ্রান প্রচেষ্টার প্রতি কাজী মামুন আলোকপাত করেছেন।