"কনডম পলিসি" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ রাজনৈতিক কর্মসূচিতেও হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলাে যখন নিপীড়নের সংস্কৃতিতে অব্যাহতভাবে একমত থাকে, তখন সন্ত্রস্ত জনপদের জমাট নিস্তব্ধতা আর কিছুতেই কাটতে চায় না। সরব হতে হয় বিবেকবান ব্যক্তিকেই। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কলম ধরেছেন অনেকেই কলাম লিখেছেন ফরহাদ মজহার, মুহাম্মদ জাফর ইকবাল প্রমুখ; কবিতায় প্রতিবাদ করেছেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান; উপন্যাস লিখেছেন হুমায়ুন আহমেদ। এবার এ তালিকায় শামিল হলেন তারেক খান। কনডম পলিসি উপন্যাসে এক হত্যাকাণ্ডের পশ্চাৎপট উন্মােচন করেছেন তিনি। তুলে এনেছেন রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতি, সামাজিক ও পারিবারিক জীবন। তারেক খান চিত্রায়ণ আর চরিত্রায়ণটা উপন্যাসের ধর্ম মেনেই করেছেন। সাথে যােগ করেছেন সম্ভাব্য রাজনীতির পর্যালােচনা। প্রধান চরিত্রের বাস্তবজীবন আর স্বপ্নের সাথে মিলিয়ে উপন্যাসের মেজাজেই তুলে এনেছেন তাত্ত্বিক-প্রায়ােগিক বিচার-বিশ্লেষণ। কনডম পলিসি রাজনৈতিক উপন্যাসের এক নতুন দৃষ্টান্ত। প্রথম উপন্যাস বান্ধালেই তারেক খান তার প্রতিভার নিঃসংশয় প্রমাণ দিয়েছেন। কনডম পলিসি আমাদের আবারাে নিশ্চিত করল।