"ক্রাইম রিপোর্টিং"বইটির ভূমিকা: অপরাধ বিষয়ক রিপাের্টিং নিয়ে আলাদা করে লিখতে হচ্ছে কেননা? এই প্রশ্নটি পাঠকরা করতেই পারেন। আমাকে এই প্রশ্নটি বিশেষভাবে করার যৌক্তিকতাও আছে। সকল রিপাের্ট বা ঘটনাকে আমি সমান ভাবেই দেখি। সম্পন্ন রিপাের্টারের গুণাবলি আছে যার, তারপক্ষে সকল প্রকার রিপাের্ট করা সম্ভব। তারপরও আলাদা করে বইয়ের আকার দিতে হচ্ছে এই জন্য যে, অপরাধ বিষয়ক ঘটনা কভার বা খবর পরিবেশন করতে গিয়ে, নিয়মিতই নৈতিকতার ব্যাকরণ ভঙ্গ করা হচ্ছে। যা সরাসরি নেতিবাচক-ভাবে দাগ কাটছে দর্শক-মনে। একথা তাে ঠিক অন্যান্য ঘটনার চেয়ে অপরাধ বিষয়ক খবর অনেক স্পর্শকাতর। তাই এই খবর পরিবেশনের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা জরুরি। অপরাধ বিষয়ে যারা রিপাের্ট করেন তাদের মধ্যে এই ঘাটতিটুকু লক্ষ্যণীয়। একই সঙ্গে বার্তাকক্ষও এনিয়ে সচেতনতা দেখাতে কখনাে কখনাে ব্যর্থ হয়। আবার অপরাধের সনাতন ধারণা ও গণ্ডিও বদলে গেছে। যেমন বিশ্ব মিডিয়ায় বদলে গেছে অপরাধ বিষয়ক রিপাের্ট পরিবেশনের আঙ্গিক। সব মিলিয়ে এই ধারনাগুলাে নিয়ে আলােচনা বা আত্মসমালােচনার জন্যই ‘ক্রাইম রিপাের্টিং'। বইটি তৈরির ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে যুক্ত বন্ধুপ্রতিম কর্মকর্তা, আইনজীবী, তথ্যপ্রযুক্তিবীদ ক্রাইম রিপাের্টিং’র সঙ্গে দীর্ঘদিন জড়িত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যখন-তখন আমার তথ্য জানার আকুতিকে প্রশ্রয় দিয়েছেন। বন্ধুবর ফয়সল আরেফিন দীপনকে ধন্যবাদ বইটি প্রকাশের দায়িত্ব নেয়ার জন্য।
Tushar Abdullah অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে পথে নামা দশম শ্রেণীতে পড়তেই। সাংবাদিকতা তো অ্যাডভেঞ্চারই, তাই না? প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ভেসে থাকা মিথ্যে থেকে আড়ালের সত্য বের করে নিয়ে আসতে হয়। এই রহস্য অভিযান চলছে পচিশ বছর। পত্রিকায় আট বছর কাটিয়ে টেলিভিশনে কাজ শুরু ১৯৯৯-তে। একুশে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু। তারপর এটিএন বাংলা, আরটিভি, সিএসবি নিউজ, দেশ টেলিভিশন, যমুনা টেলিভিশন হয়ে সময় টেলিভিশন। নিজের আনন্দের জায়গা এখনো লেখালেখিতেই। ছোটদের নিয়েই প্রথম বই তোমাদের প্ৰিয়জন । তারপর লেখা হয়েছে- বাংলাদেশের পথে পথে, গাছ বন্ধু, ফুল বন্ধু, চল যাই নদীর দেশে, ভূত অদ্ভুত, চল বড় হই, তোমরা সুন্দর হও, ১৯৭১ গল্প নয়। সত্যি, গল্প বড় টেলিভিশন। শিশু-কিশোরদের আন্দোলন "কৈশোর তারুণ্যের বই নিয়ে এখনকার ছুটে চলা। এছাড়া নাটক, সিনেমার পাণ্ডুলিপি লেখা হচ্ছে। চলছে। নিয়মিত কলাম লেখা এবং সময় সংলাপ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনা।