এই বইটি কবির নিজের বাছাই-করা সেরা কবিতার সম্পূর্ণ ভিন্ন রকমের একটি সংকলন, যেখানে মূর্ত হয়ে উঠেছে কবির নিজের মত ও অভিপ্রায়, আবেগ ও আকর্ষণ, আর এই সিদ্ধান্ত ও নির্বাচন একেবারেই কবির মতো, কবিরই বিচার, কোনো চুলচেরা সূক্ষ্ম বিচারপদ্ধতি যেমন তাঁর কাছে গ্রহণীয় মনে হয়নি তেমনি নিজের পছন্দকেই সর্বাধিক মূল্যও দিয়েছেন তিনি, অন্য কোনো অভিমত বা পরামর্শে প্রভাবিত হননি, ভালো-মন্দ যা-ই হোক এটাই বোধহয় বইটির বৈশিষ্ট্য। এই বিশিষ্টতার কারণেই কবির এই বিশেষ নামকরণ ‘স্বনির্বাচিত সার্ধশত’। মহাদেব সাহার পরিচয়ই তাঁর কবিতা, মন্ত্রমুগ্ধ-করা এইসব পঙক্তি পাঠককে তার নিজের অজান্তেই যেমন আপ্লুত ও সম্মোহিত করে তেমনি তাকে নিয়ে যায় এক অজানা রহস্যের জগতে, যেখানে পরিস্ফুট হয়ে ওঠে চিরপরিচিত জীবন, প্রকৃতি ও চরাচর; আশ্চর্য কোমল ও গীতল তাঁর কবিতা, সৌন্দর্য খচিত, চিত্রময় ও স্বতোৎসারিত। নিজের লেখা কবিতার ভেতর থেকে কিছু কবিতা পৃথক রূপে চিহ্নিত করা নিঃসন্দেহেই কবির জন্য একটি কঠিন কাজ, কেননা সব কবিতার প্রতিই কিছু না কিছু দুর্বলতা তাঁর থাকেই, তাই এই নিষ্ঠুর হওয়াও কবির জন্য খুব সুখের নয়। তবে একথা সত্য যে এটি সর্বোতভাবেই একটি স্বতন্ত্র সংকলন।
Mahadev Saha জন্ম : ২০ শ্রাবণ ১৩৫১, শনিবার, ৫ আগস্ট, ১৯৪৪, সিরাজগঞ্জ জেলার ধানঘাড়া গ্রামে। পিতা : গদাধর সাহা। মাতা : বিরাজমোহিনী। ঢাকা কলেজ, বগুড়া কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন। প্রথমে বাংলা ও পরে কিছুকাল ইংরেজি সাহিত্যের ছাত্র। লেখালেখির শুরু কৈশোরে । শ্ৰী: নীলা সাহা। দুইপুত্র : তীর্থ ও সৌধ। গ্রন্থসংখ্যা : ১৩০। প্রথম কাব্যগ্রন্থ : এই গৃহ এই সন্ন্যাস। কাব্যগ্রন্থ : ৭৫০। শিশু-কিশোরদের জন্য লেখা কবিতার বই: ৮। গদ্যগ্রন্থ:১৫। এ পর্যন্ত ভ্ৰমণ করেছেন : জার্মানি, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, উজবেকিস্তান, যুক্তরাষ্ট্র ও কানাডা। সাহিত্যের অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু পুরস্কার; একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, বগুড়া লেখক চক্র পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য কবিতালাপ পুরস্কার, রেখাচিত্রম সম্মাননা, বাংলাদেশ-কানাডা অ্যাসোশিয়েশন অব ক্যালগেরি সম্মাননা, সংহতি গুণীজন সম্মাননা পদক, লন্ডন, উত্তরা ইউনিভার্সিটি সম্মাননা।