ফাল্গুন মাসের এক ফুরফুরে সকাল। সূর্য ওঠে নি তখনও, কিন্তু দিনের আলো ছড়িয়ে গেছে সবখানে। সেই সময়ে এক ঘন বনের ভেতরে... একটু ফাঁকা জায়গায়... জণ্ড নেয় এক হরিণশিশু। খবর পেয়ে আশপাশ থেকে ছুটে আসে সকল পশু ও পাখি। আসবেই তো! এ তো সাধারণ কোনও শিশু নয়... সবার থেকে আলাদা এক অন্যরকম শিশু। থামপার নামের এক খরগোশ জিজ্ঞেস করে, কি নাম রেখেছো রাজপুত্তুরের? মা হরিণ বলে, ওকে ডাকবো বামবি নামে। বনে কোনও অভাব নেই বন্ধুর। দলে-দলে আসে গেছো প্রাণী ওপোসাম আর কাঠবিড়াল, গায়ক পাখি রবিন আর রেন। বলে, এই যে আমাদের রাজপুত্তুর! এক-দু'দিন পর... ঝরা পাতায় ছাওয়া বনের পথ ধরে মায়ের সঙ্গে ঘুরে বেড়ায় বামবি। প্রতিদিন ওর সঙ্গে খেলতে আসে থামপার আর ফ্লাওয়ার নামের এক ভোঁদড়। এক সকালে মায়ের সঙ্গে এক নতুন পথ ধরে বেড়াতে যায় বামবি। সে পথের শেষে বিশাল সবুজ এক মাঠ। কি সুন্দর চোখজুড়ানো সেই খোলা মাঠ! কত জায়গা লাফিয়ে ঝাঁপিয়ে ছুটে বেড়াবার। ব্যামবি তিন... চার... পাঁচবার লাফিয়ে ওঠে শূন্যে। তারপর থেমে দম নেয় কিছুক্ষণ। তখন ওর দিকে এগিয়ে আসে আরেকটি হরিণশিশু। ডাকে, এই যে... বামবি তাড়াতাড়ি লুকায় মায়ের পেছনে। দেখে মা বলে, ভয় পেয়ো না বামবি সোনা! ওর নাম ফালিনে। তোমার এনা খালার মেয়ে ও।
Sazzad Qadir- জন্ম ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল, টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে। তাঁর পিত্রালয় ওই একই জেলার দেলদুয়ারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৬৯ ও ১৯৭০ সালে। শিক্ষাজীবন শেষে অধ্যাপনা করেছেন করটিয়া’র সা’দত কলেজে, পরে সহকারী সম্পাদক ছিলেন সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক সংবাদ-এর। বার্তা সম্পাদক ছিলেন দৈনিক দিনকালের। ১৯৭৮-৮০ সালে ছিলেন গণচীনের রেডিও পিকিং-এর ভাষা-বিশেষজ্ঞ। ১৯৯৫-২০০৪ সালে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক। বর্তমানে দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক। সাযযাদ কাদির নেশায় কবি, পেশায় সাংবাদিক। কবিতা ছাড়াও লিখেছেন ছোটগল্প, নাটক। পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন ইতিহাস থেকে কল্পবিজ্ঞান পর্যন্ত অনেক বিচিত্র ও কৌতূহলোদ্দীপক বিষয়ে। বিদেশের জনপ্রিয় উপন্যাস থেকে রসমধুর লোককাহিনী পর্যন্ত অনেক স্মরণীয় সাহিত্যসম্ভার তিনি উপহার দিয়েছেন পাঠক-পাঠিকাদের। তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে : আজব তবে গুজব নয়, ইউএফও: গ্রহান্তরের আগন্তুক, উপকথন, উপকথন আবারও, উপকথন আরও, উপকথন ফের, গল্পগাছা, তেপান্তর, বরিবল নামা, মনপবন, সবার সেরা, সাগরপার এবং রঙবাহার।